ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতার সংবাদমাধ্যমে মির্জা ফখরুলের সাক্ষাৎকার বিকৃত করার অভিযোগ বিএনপির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অভিযোগ করেছে, ভারতের কলকাতা থেকে প্রকাশিত একটি সংবাদমাধ্যমে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সোমবার ওই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে তীব্র আলোচনা ও বিতর্ক শুরু হয়।

বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারতের দৈনিক পত্রিকা “এই সময়”-এ প্রকাশিত সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, তা তিনি বলেননি। বিএনপি আরও বলেছে, ওই সাক্ষাৎকারের ভিত্তিতে দেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে খবর প্রকাশিত হলেও, সেটি ভুল ও বিভ্রান্তিকর। সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে মির্জা ফখরুল কখনো অবান্তর মন্তব্য করেন না বলেও জানানো হয় বিবৃতিতে।

বিএনপি মহাসচিব এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তবে কোন অংশ বা কতটুকু ‘ভুলভাবে উপস্থাপন’ করা হয়েছে—মিডিয়া সেলের বার্তায় সেটি স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল নাকি বলেছিলেন, জামায়াতে ইসলামী বিএনপির কাছে ৩০টি আসন চেয়ে সাড়া না পেয়ে চাপ সৃষ্টির কৌশল হিসেবে পিআরের দাবি তুলছে।

জনপ্রিয় সংবাদ

চলতি অর্থবছরের রাজস্ব ঘাটতি ২৪ হাজার কোটি টাকা

কলকাতার সংবাদমাধ্যমে মির্জা ফখরুলের সাক্ষাৎকার বিকৃত করার অভিযোগ বিএনপির

আপডেট সময় ০৮:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অভিযোগ করেছে, ভারতের কলকাতা থেকে প্রকাশিত একটি সংবাদমাধ্যমে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সোমবার ওই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে তীব্র আলোচনা ও বিতর্ক শুরু হয়।

বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারতের দৈনিক পত্রিকা “এই সময়”-এ প্রকাশিত সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, তা তিনি বলেননি। বিএনপি আরও বলেছে, ওই সাক্ষাৎকারের ভিত্তিতে দেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে খবর প্রকাশিত হলেও, সেটি ভুল ও বিভ্রান্তিকর। সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে মির্জা ফখরুল কখনো অবান্তর মন্তব্য করেন না বলেও জানানো হয় বিবৃতিতে।

বিএনপি মহাসচিব এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তবে কোন অংশ বা কতটুকু ‘ভুলভাবে উপস্থাপন’ করা হয়েছে—মিডিয়া সেলের বার্তায় সেটি স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল নাকি বলেছিলেন, জামায়াতে ইসলামী বিএনপির কাছে ৩০টি আসন চেয়ে সাড়া না পেয়ে চাপ সৃষ্টির কৌশল হিসেবে পিআরের দাবি তুলছে।