ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আপনাদের জন্য আমাদের মায়া হয়, আফসোস হয়, শুধু ১৭ বছরের বয়ান দিয়ে যাচ্ছেন কিন্তু শিক্ষা নেননি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া পোস্টে তিনি লিখেন, “আপনাদের জন্য আমাদের মায়া হয়, আফসোস হয়। শুধু ১৭ বছরের বয়ান দিয়ে যাচ্ছেন কিন্তু শিক্ষা নেননি।”

পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, ভারতের একটি পত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে কিনা—এই প্রশ্নে মির্জা ফখরুল বলেন, “আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক।”

বিএনপি মহাসচিবের উদ্দেশে তরুণ এই নেতা প্রশ্ন তোলেন, “মহাসচিব সাহেবের কাছে আমার প্রশ্ন—তারা কি ভারতকে খুশি করে ক্ষমতায় যেতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাথে নেগোসিয়েশনের পথ বেছে নিলো? হাজারের অধিক হত্যা, লক্ষ মানুষের রক্তাক্ত হওয়া সব ভুলে গেল?”

তিনি আরও লেখেন, “আপনাদের জন্য আমাদের মায়া হয়, আফসোস হয়। শুধু ১৭ বছরের বয়ান দিয়ে যাচ্ছেন কিন্তু শিক্ষা নেননি। সময় করে বিগত ১৭ বছরে আপনাদের এবং আপনাদের নেতাকর্মীদের কি হাল করা হয়েছিল সেগুলো একটু ঘেঁটে দেখবেন। উপরি পাওনা পেলে মূল্য বোঝা বড় দায়!”

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’-কে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান তিনি। যদিও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতীয় গণমাধ্যমটি মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে।

জনপ্রিয় সংবাদ

জামায়াতকে ১৯৭১ সালেই দেখা শেষ, নতুন করে দেখার কিছু নেই : আমিনুল

আপনাদের জন্য আমাদের মায়া হয়, আফসোস হয়, শুধু ১৭ বছরের বয়ান দিয়ে যাচ্ছেন কিন্তু শিক্ষা নেননি

আপডেট সময় ০৮:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া পোস্টে তিনি লিখেন, “আপনাদের জন্য আমাদের মায়া হয়, আফসোস হয়। শুধু ১৭ বছরের বয়ান দিয়ে যাচ্ছেন কিন্তু শিক্ষা নেননি।”

পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, ভারতের একটি পত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে কিনা—এই প্রশ্নে মির্জা ফখরুল বলেন, “আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক।”

বিএনপি মহাসচিবের উদ্দেশে তরুণ এই নেতা প্রশ্ন তোলেন, “মহাসচিব সাহেবের কাছে আমার প্রশ্ন—তারা কি ভারতকে খুশি করে ক্ষমতায় যেতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাথে নেগোসিয়েশনের পথ বেছে নিলো? হাজারের অধিক হত্যা, লক্ষ মানুষের রক্তাক্ত হওয়া সব ভুলে গেল?”

তিনি আরও লেখেন, “আপনাদের জন্য আমাদের মায়া হয়, আফসোস হয়। শুধু ১৭ বছরের বয়ান দিয়ে যাচ্ছেন কিন্তু শিক্ষা নেননি। সময় করে বিগত ১৭ বছরে আপনাদের এবং আপনাদের নেতাকর্মীদের কি হাল করা হয়েছিল সেগুলো একটু ঘেঁটে দেখবেন। উপরি পাওনা পেলে মূল্য বোঝা বড় দায়!”

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’-কে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান তিনি। যদিও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতীয় গণমাধ্যমটি মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে।