বগুড়ার নন্দীগ্রামে গচ্ছিত টাকা ফেরত চাওয়ায় শফিকুল ইসলাম শফিক নামের এক পত্রিকা এজেন্টকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একতা সমবায় এক অনিবন্ধিত সমিতির মালিক আব্দুর রহিমের বিরুদ্ধে। এঘটনায় নিরাপত্তা চেয়ে মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর নন্দীগ্রাম থানায় অভিযোগ করেন নন্দীগ্রাম পূর্বপাড়ার মৃত দেলোয়ার হোসেনের ছেলে নন্দীগ্রাম পত্রিকার এজেন্ট শফিকুল ইসলাম শফিক। অভিযোগে তিনি উল্লেখ করেন, আমি বিগত প্রায় ৩০ (ত্রিশ) বৎসর যাবৎ’ নন্দীগ্রাম শহরে বিভিন্ন জাতীয় ও স্থানীয় খবরের কাগজ বিভিন্ন অফিসে, বাসা-বাড়ি, দোকানে বিক্রি করে আসছি। বর্তমান ইন্টারনেটের যুগে খবরের কাজগের চাহিদা খুবই কম। বর্তমানে এই পরিস্থিতিতে ভবিষ্যত জীবনের কথা চিন্তা করে আমি নন্দীগ্রামে একতা সমবায় সমিতির নিকট প্রতি মাসে অনেক কষ্টে টাকা সঞ্চয় করি যা ১,৮০,০০০ (এক লক্ষ আশি হাজার) টাকা। উক্ত জমানো টাকা ফেরৎ চাইলে সমিতির সভাপতি নন্দীগ্রাম পৌরসভার মাঝগ্রাম ৬নং ওয়ার্ডের ভোলা মিয়ার ছেলে আব্দুর রহিম টাকা ফেরৎ না দিয়ে প্রায় ১ (এক) বৎসর যাবৎ বিভিন্ন ভাবে তাল-বাহানা করছে। এক পর্যায়ে ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে আটটার সময় সমিতির সভাপতি রহিমের সাথে নন্দীগ্রাম হাটে আমার দেখা হয়। আমি রহিমের নিকট আমার জমানো টাকা ফেরত চাইলে সে আমার উপর চরম ক্ষিপ্ত হয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে। কথা কাটাকাটির এক পর্যায়ে সে আমার প্রাননাশের হুমকি দেয়। সে একজন দুর্ধর্ষ ক্যাডার ব্যাক্তি। যার কারনে সে সমিতির কোন সদস্যকে টাকা ফেরত দেয়নি। ভয়ে তার কাছে কেউ জোর করে টাকা চাইতে পারে না। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। উক্ত বিষয়টি নিয়ে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নিতে নন্দীগ্রাম থানা পুলিশের কাছে সহযোগিতা কামনা করেছেন পত্রিকার এজেন্ট শফিকুল ইসলাম শফিক। জানতে চাইলে নন্দীগ্রাম থানার ডিউটি কর্মকর্তা বলেন অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বগুড়ায় গচ্ছিত টাকা ফেরত চাওয়ায় পত্রিকার এজেন্টকে প্রাণনাশের হুমকি
-
ডেস্ক রিপোর্টঃ
- আপডেট সময় ১০:৩৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- ৬২১ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ