বগুড়ার নন্দীগ্রামে রিপন (৫০) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের নুন্দহ ফাজিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।নিহত রিপন শেরপুর থানার গাড়িদহ তালপট্টি আমিন বাজার এলাকার বদিউজ্জামানের ছেলে। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সোমবার রাত ৮টার দিকে রিপন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। সাধারণত ফজরের দিকে বাড়ি ফিরলেও ঘটনার দিন সকালে না ফেরায় উদ্বেগ তৈরি হয়। এক পর্যায়ে তার মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহ উদ্ধারের খবর দেখে পরিবার ঘটনাস্থলে গিয়ে রিপনের লাশ শনাক্ত করে।পরিবারের দাবি, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা রিপনকে হত্যা করে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। নিহতের গলা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।নন্দীগ্রাম-কাহালু সার্কেল এএসপি নুরুজ্জামান বলেন, “নন্দীগ্রাম এলাকায় শেরপুরের রিপন নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।”



















