বগুড়ার নন্দীগ্রামে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম যোগদান করেছেন।আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন। সেসময় নন্দীগ্রাম অফিসার্স ক্লাবের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।তিনি এর আগে খুলনা জেলার দীঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনামের শহিদ দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, সাবেক ইউএনও লায়লা আঞ্জুমান বানু (এডিসি) হিসেবে পদোন্নতি পেয়ে টাঙ্গাইল জেলায় বদলি হন। নবাগত ইউএনও আরিফুল ইসলাম তিনি নন্দীগ্রামে যোগদান করার পূর্বে কিছুদিন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।