ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে দুই ইসরায়েলিকে হত্যার পর ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন ওই যুবক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:২৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বুধবার রাত ৯টার দিকে ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের বাইরে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলার পর ৩০ বছর বয়সী ইলিয়াস রডরিগেজ নামের এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। তিনি শিকাগোর বাসিন্দা। পুলিশের ভাষ্যমতে, তাকে আটক করে হেফাজতে নেওয়ার পর তিনি ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির আগে রডরিগেজকে মিউজিয়ামের সামনে বারবার হাঁটাহাঁটি করতে দেখা যায়। পরে তিনি একটি দলের দিকে হঠাৎ পিস্তল তুলে গুলি চালান, ঘটনাস্থলে ইসরায়েলের দূতাবাসের কর্মকর্তা দুইজন নিহত হন। ইসরায়েলের যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত জানান, নিহতরা প্রেমিক যুগল ছিলেন এবং শিগগিরই বিয়ের পরিকল্পনা করেছিলেন।

এ ঘটনার সময় মিউজিয়ামে একটি অনুষ্ঠান চলছিল। আয়োজক আমেরিকান জিউইশ কমিটি একে ‘অকল্পনীয় সহিংসতা’ বলে আখ্যা দিয়েছে। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল হামলার নিন্দা জানিয়ে দোষীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন একে ‘ইহুদিবিদ্বেষমূলক সন্ত্রাস’ বলে মন্তব্য করেছেন। তথ্যসূত্র: আলজাজিরা

জনপ্রিয় সংবাদ

যশোর পাউবো রেস্ট হাউজে ওসিসহ নারী, ছাত্রদল নেতার ‘চাঁদাবাজি’ অভিযোগে তোলপাড়

যুক্তরাষ্ট্রে দুই ইসরায়েলিকে হত্যার পর ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন ওই যুবক

আপডেট সময় ০৪:২৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

এবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বুধবার রাত ৯টার দিকে ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের বাইরে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলার পর ৩০ বছর বয়সী ইলিয়াস রডরিগেজ নামের এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। তিনি শিকাগোর বাসিন্দা। পুলিশের ভাষ্যমতে, তাকে আটক করে হেফাজতে নেওয়ার পর তিনি ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির আগে রডরিগেজকে মিউজিয়ামের সামনে বারবার হাঁটাহাঁটি করতে দেখা যায়। পরে তিনি একটি দলের দিকে হঠাৎ পিস্তল তুলে গুলি চালান, ঘটনাস্থলে ইসরায়েলের দূতাবাসের কর্মকর্তা দুইজন নিহত হন। ইসরায়েলের যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত জানান, নিহতরা প্রেমিক যুগল ছিলেন এবং শিগগিরই বিয়ের পরিকল্পনা করেছিলেন।

এ ঘটনার সময় মিউজিয়ামে একটি অনুষ্ঠান চলছিল। আয়োজক আমেরিকান জিউইশ কমিটি একে ‘অকল্পনীয় সহিংসতা’ বলে আখ্যা দিয়েছে। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল হামলার নিন্দা জানিয়ে দোষীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন একে ‘ইহুদিবিদ্বেষমূলক সন্ত্রাস’ বলে মন্তব্য করেছেন। তথ্যসূত্র: আলজাজিরা