গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল গোডাউনের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ফায়ারফাইটার মো. নুরুল হুদার ঘরে এসেছে নতুন প্রাণের সঞ্চার। বাবার মৃত্যুর ১২ দিন পর, সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেয় নুরুল হুদার পুত্রসন্তান।
এর আগে ২২ সেপ্টেম্বর বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট এলাকার কেমিক্যাল গোডাউনে অগ্নিনির্বাপণে অংশ নিয়ে গুরুতর দগ্ধ হন নুরুল হুদা। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ২৪ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। একই ঘটনায় ফায়ারফাইটার শামীম আহমেদ ও ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈমও প্রাণ হারান।