ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নুরাল পাগলার দরবার থেকে লুট হওয়া খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৫৬২ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে লুট হওয়া কাঠের তৈরি খাটের তিনটি মাচাসহ রিপন রায় নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রিপন গোয়ালন্দ পৌরসভার ক্ষুদিরাম সরকারপাড়া মহল্লার মৃত দুর্গা রায়ের ছেলে।

 

আজ সোমবার (৬ অক্টোবর) রাজবাড়ীর আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

গোয়ালন্দ ঘাট থানাপুলিশ সূত্র জানায়, গত ২৩ আগস্ট নুরাল পাগলার মৃত্যু ও কবরস্থানের স্থাপনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।

 

 

পরে ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর স্থানীয় ‘ইমান আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল বের করে। ওই সময় দরবার শরীফে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয় এবং নুরাল পাগলের মরদেহ কবর থেকে উত্তোলন করে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সে সময় দরবারের ভক্ত রাসেল মোল্লা নিহত ও শতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

 

এদিকে গতকাল রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে গোয়ালন্দ পৌরসভার ক্ষুদিরাম সরকারপাড়া এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। এ সময় নুরাল পাগলার দরবার থেকে লুট হওয়া কাঠের তৈরি খাটের তিনটি মাচাসহ রিপন রায়কে গ্রেপ্তার করা হয়।

 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার ভিডিও ফুটেজ দেখে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে দরবার থেকে লুট হওয়া খাটের তিনটি মাচান উদ্ধার ও সংশ্লিষ্ট রিপন রায়কে গ্রেপ্তার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নুরাল পাগলার দরবার থেকে লুট হওয়া খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় ১১:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে লুট হওয়া কাঠের তৈরি খাটের তিনটি মাচাসহ রিপন রায় নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রিপন গোয়ালন্দ পৌরসভার ক্ষুদিরাম সরকারপাড়া মহল্লার মৃত দুর্গা রায়ের ছেলে।

 

আজ সোমবার (৬ অক্টোবর) রাজবাড়ীর আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

গোয়ালন্দ ঘাট থানাপুলিশ সূত্র জানায়, গত ২৩ আগস্ট নুরাল পাগলার মৃত্যু ও কবরস্থানের স্থাপনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।

 

 

পরে ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর স্থানীয় ‘ইমান আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল বের করে। ওই সময় দরবার শরীফে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয় এবং নুরাল পাগলের মরদেহ কবর থেকে উত্তোলন করে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সে সময় দরবারের ভক্ত রাসেল মোল্লা নিহত ও শতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

 

এদিকে গতকাল রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে গোয়ালন্দ পৌরসভার ক্ষুদিরাম সরকারপাড়া এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। এ সময় নুরাল পাগলার দরবার থেকে লুট হওয়া কাঠের তৈরি খাটের তিনটি মাচাসহ রিপন রায়কে গ্রেপ্তার করা হয়।

 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার ভিডিও ফুটেজ দেখে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে দরবার থেকে লুট হওয়া খাটের তিনটি মাচান উদ্ধার ও সংশ্লিষ্ট রিপন রায়কে গ্রেপ্তার করা হয়েছে।