ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাইকে আপনারাই ধ্বংস করেছেন”—এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের বিস্ফোরক মন্তব্য

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৪১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

জুলাইয়ের ঐক্য বিনষ্ট ও নেতৃত্ব সংকটের জন্য সরাসরি দায়ী করেছেন কিছু ‘স্বেচ্ছাচারী ও অহংকারী’ নেতাকে—এমনই অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আব্দুল হান্নান মাসউদ। বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

আব্দুল হান্নান লিখেছেন, “বহুবার বলেছি ঐক্য বিনষ্ট করবেন না, উপরন্তু শুধু দেখেছি স্বেচ্ছাচারিতা আর অহংকার। নিজ স্বার্থে আপনারাই জুলাইকে ধ্বংস করেছেন।”

তিনি জানান, রাজনৈতিক স্পষ্টবাদিতার কারণে তিনি নিজেই বহুবার মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন। “বারবার অপ্রিয় কথাগুলো বলায় সব ক্ষেত্রেই হয়েছি কোনঠাসা। প্রত্যেককেই হিসেব দিতে হবে—জুলাইয়ের হিসাব। মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি বহুবার, জুলাইয়েও হয়েছি, এখনও হচ্ছি,”—লিখেছেন তিনি।

হান্নান মাসউদ বর্তমান গণমাধ্যমের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “যে মিডিয়া শেখ হাসিনাকে দানব বানালো তার সংস্কার কতদূর মি. মহোদয়! ফ্যাসিবাদের বিরুদ্ধে বয়ান তৈরিতে কয়টা নতুন মিডিয়া যাত্রা করল গত ৯ মাসে? কিংবা পুরনো কয়টা মিডিয়া আওয়ামী আমলের দুর্নীতি, গুম-খুন, কিংবা সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ে নিয়মিত রিপোর্ট করছে?”

তিনি অভিযোগ করেন, সত্য বলার দায়ে অনেক তরুণ নেতৃত্বকে টার্গেট করা হচ্ছে। “কিন্তু ঠিকই আসিফ মাহমুদ, কিংবা মাহফুজ, হাসনাত কিংবা হান্নান—সবাইকেই টার্গেট করা হয়েছে। আপনারা যেভাবেই উপস্থাপন করেন না কেন, দেশের পুনঃক্রান্তিলগ্নে গুলির সামনে দাঁড়ানো প্রথম সারিতে খুঁজে নিয়েন,”—বলেছেন এনসিপি নেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই পোস্ট ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, যা বর্তমান রাজনৈতিক টানাপোড়েন এবং মিডিয়ার ভূমিকা নিয়েও নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

পদত্যাগের চিন্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, দেখা করলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

জুলাইকে আপনারাই ধ্বংস করেছেন”—এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের বিস্ফোরক মন্তব্য

আপডেট সময় ০৮:৪১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

জুলাইয়ের ঐক্য বিনষ্ট ও নেতৃত্ব সংকটের জন্য সরাসরি দায়ী করেছেন কিছু ‘স্বেচ্ছাচারী ও অহংকারী’ নেতাকে—এমনই অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আব্দুল হান্নান মাসউদ। বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

আব্দুল হান্নান লিখেছেন, “বহুবার বলেছি ঐক্য বিনষ্ট করবেন না, উপরন্তু শুধু দেখেছি স্বেচ্ছাচারিতা আর অহংকার। নিজ স্বার্থে আপনারাই জুলাইকে ধ্বংস করেছেন।”

তিনি জানান, রাজনৈতিক স্পষ্টবাদিতার কারণে তিনি নিজেই বহুবার মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন। “বারবার অপ্রিয় কথাগুলো বলায় সব ক্ষেত্রেই হয়েছি কোনঠাসা। প্রত্যেককেই হিসেব দিতে হবে—জুলাইয়ের হিসাব। মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি বহুবার, জুলাইয়েও হয়েছি, এখনও হচ্ছি,”—লিখেছেন তিনি।

হান্নান মাসউদ বর্তমান গণমাধ্যমের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “যে মিডিয়া শেখ হাসিনাকে দানব বানালো তার সংস্কার কতদূর মি. মহোদয়! ফ্যাসিবাদের বিরুদ্ধে বয়ান তৈরিতে কয়টা নতুন মিডিয়া যাত্রা করল গত ৯ মাসে? কিংবা পুরনো কয়টা মিডিয়া আওয়ামী আমলের দুর্নীতি, গুম-খুন, কিংবা সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ে নিয়মিত রিপোর্ট করছে?”

তিনি অভিযোগ করেন, সত্য বলার দায়ে অনেক তরুণ নেতৃত্বকে টার্গেট করা হচ্ছে। “কিন্তু ঠিকই আসিফ মাহমুদ, কিংবা মাহফুজ, হাসনাত কিংবা হান্নান—সবাইকেই টার্গেট করা হয়েছে। আপনারা যেভাবেই উপস্থাপন করেন না কেন, দেশের পুনঃক্রান্তিলগ্নে গুলির সামনে দাঁড়ানো প্রথম সারিতে খুঁজে নিয়েন,”—বলেছেন এনসিপি নেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই পোস্ট ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, যা বর্তমান রাজনৈতিক টানাপোড়েন এবং মিডিয়ার ভূমিকা নিয়েও নতুন বিতর্কের জন্ম দিয়েছে।