ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে ভয়াবহ মাইক্রোবাস দুর্ঘটনা: বিদেশফেরত যাত্রীসহ আহত ৯

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৫৪৯ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুরে বিদেশ থেকে বাড়ি ফেরার পথে এক মাইক্রোবাস দুর্ঘটনায় অন্তত ৯ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—সুমন (৫৫), নিজাম (৩৫), মিনহাজ (২০), সাদিয়া (২০), কাশেম (৫৫), হেলাল উদ্দিন (৪০), আদরী (২৭), সীমলা (৫০) ও শিশু মিজু (৭)। তাঁরা সবাই বগুড়া সদর ও কাহালু উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদেশ থেকে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী মাইক্রোবাসটি কৃষ্ণপুর এলাকায় পৌঁছালে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি বগুড়াগামী বাসের পেছনে জোরে ধাক্কা দেয়। স্ট্যান্ড না থাকায় বাসটি রাস্তার মধ্যে হঠাৎ থেমে ছিল। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান।

শেরপুর ফায়ার সার্ভিসের সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। রাস্তার মাঝে বাস দাঁড়িয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটে।”

এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, ওই এলাকায় প্রায়ই বিভিন্ন পরিবহনের বাস স্ট্যান্ডবিহীনভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাঁরা দ্রুত ওই স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ছাত্রদলের স্মারকলিপি

শেরপুরে ভয়াবহ মাইক্রোবাস দুর্ঘটনা: বিদেশফেরত যাত্রীসহ আহত ৯

আপডেট সময় ১১:০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

বগুড়ার শেরপুরে বিদেশ থেকে বাড়ি ফেরার পথে এক মাইক্রোবাস দুর্ঘটনায় অন্তত ৯ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—সুমন (৫৫), নিজাম (৩৫), মিনহাজ (২০), সাদিয়া (২০), কাশেম (৫৫), হেলাল উদ্দিন (৪০), আদরী (২৭), সীমলা (৫০) ও শিশু মিজু (৭)। তাঁরা সবাই বগুড়া সদর ও কাহালু উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদেশ থেকে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী মাইক্রোবাসটি কৃষ্ণপুর এলাকায় পৌঁছালে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি বগুড়াগামী বাসের পেছনে জোরে ধাক্কা দেয়। স্ট্যান্ড না থাকায় বাসটি রাস্তার মধ্যে হঠাৎ থেমে ছিল। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান।

শেরপুর ফায়ার সার্ভিসের সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। রাস্তার মাঝে বাস দাঁড়িয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটে।”

এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, ওই এলাকায় প্রায়ই বিভিন্ন পরিবহনের বাস স্ট্যান্ডবিহীনভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাঁরা দ্রুত ওই স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।