সাম্প্রতিক পাক-ভারত সংঘাতকে কেন্দ্র করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, “ভারত এমন এক পরাজয়ের মুখোমুখি হয়েছে, যা তারা কখনোই ভুলতে পারবে না।” তিনি দাবি করেন, এই যুদ্ধ প্রমাণ করেছে প্রচলিত যুদ্ধ সক্ষমতায় পাকিস্তান কোনও দিক থেকেই পিছিয়ে নেই।
শুক্রবার পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, ইসলামাবাদে এক বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান আসিম মুনিরকে দেশের সর্বোচ্চ সামরিক পদ ‘ফিল্ড মার্শাল’-এ পদোন্নতি দেওয়া হয়। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ওই অনুষ্ঠানে ব্যাটন হস্তান্তরের মাধ্যমে তাকে এই সম্মানে ভূষিত করেন।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট জারদারি বলেন, “ভারতের উসকানিমূলক আগ্রাসনের বিরুদ্ধে আমাদের বীর সেনারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাহসিকতার পরিচয় দিয়েছেন। জাতি তাদের নিয়ে গর্বিত।”
পদোন্নতি উপলক্ষে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, “আজকের দিনটি পাকিস্তানের জন্য একটি গর্বময় ও ঐতিহাসিক মুহূর্ত।” তিনি ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ অন্যান্য সামরিক নেতাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বলেন, “আপনারা সাহসিকতার সঙ্গে এমন এক বিজয়ের নেতৃত্ব দিয়েছেন, যেখানে আত্মতুষ্ট ও অহংকারী শত্রু তাদেরই তৈরি ফাঁদে আটকে পড়েছে।”
অন্যদিকে, আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে শহীদদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তরকালে শেহবাজ বলেন, “পাকিস্তান কখনোই প্রচলিত যুদ্ধে পিছিয়ে নেই—এই সত্যই এখন সামনে এসেছে। ইনশাআল্লাহ, একদিন কাশ্মির পাকিস্তানেরই অংশ হবে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমাদের ঐক্য, সাহস এবং ঈমানই আমাদের আগামী দিনের অর্থনৈতিক উন্নয়ন ও চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে নেবে।”