পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “আমাদের তিনটি মোটা দাগের দায়িত্ব—সংস্কার, বিচার ও নির্বাচন। তিনটিই কঠিন দায়িত্ব। শুধু নির্বাচনের জন্য আমরা এই দায়িত্ব নেইনি।”
শুক্রবার (২৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিদ্যা সমিতির ২৪তম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, “আমি শুরু থেকেই বলে আসছি—প্রধান উপদেষ্টা বলেছেন জুনের মধ্যেই নির্বাচন হবে। তার একদিন এদিক-সেদিক হওয়ার সুযোগ আমাদের নেই। কাজেই এ নিয়ে সন্দেহ তোলার কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখছি, যার যা দাবি আছে, তা নিয়ে রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে। এতে ঢাকা শহর কার্যত অচল হয়ে পড়ছে। এই অচলাবস্থা নিরসনে আমরা কিছুই করতে পারছি না। দায়িত্ব পালন তখনই সম্ভব হবে, যখন সবার সহযোগিতা থাকবে।”
ড. ইউনূসের পদত্যাগ প্রসঙ্গে প্রতিক্রিয়ায় তিনি বলেন, “কিছু গুরু দায়িত্ব রয়েছে, যেগুলোর সঙ্গে সময়ের সম্পর্ক রয়েছে। এই বিষয়ে ওনার (প্রধান উপদেষ্টার) কাছ থেকেই বিস্তারিত শুনতে হবে।”
চাপের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, “আমাদের ওপর একমাত্র চাপ হচ্ছে পারফর্ম করার চাপ—জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছি কি না, সেটাই আসল চ্যালেঞ্জ। এর বাইরে অন্য কোনো চাপ নেই।”
তিনি আরও বলেন, “আমরা ক্ষমতা নেওয়ার জন্য আসিনি, দায়িত্ব পালনের জন্য এসেছি। আর সেই দায়িত্ব পালন তখনই সম্ভব, যখন জাতি একসঙ্গে সহযোগিতা করবে।”