ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বপ্নের দেশ সৌদিতে মৃত্যু, নিথর দেহে ফিরছেন নন্দীগ্রামের প্রবাসী ইমরুল কায়েস

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৪১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ১০২৩ বার পড়া হয়েছে

পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রবাস জীবনের কঠিন যাত্রা শুরু করেছিলেন বগুড়ার নন্দীগ্রামের তরুণ ইমরুল কায়েস পিয়াল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—মাত্র ২৮ বছর বয়সে লাশ হয়ে ফিরছেন বাড়িতে। সৌদি আরবের রিয়াদ শহরে নির্মাণ কাজের সময় ভবন থেকে পড়ে ইমরুল কায়েসের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত এক বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবের রিয়াদ শহরে যান ইমরুল কায়েস। তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। গত রবিবার সকাল ১০টার দিকে সহকর্মীদের সঙ্গে বিল্ডিং নির্মাণের কাজ করার সময় হঠাৎ করে তিনতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন ইমরুল কায়েস। সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ইমরুল কায়েস বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম পূর্ব পাড়ার ইয়াকুব ডাক্তারের ছেলে।
মাত্র এক বছর আগে পরিবারের আর্থিক অবস্থা ঘুরে দাঁড়ানোর আশায় তিনি প্রবাসে পাড়ি জমান। তাঁর উপার্জনের টাকায় পরিবারে ফিরে এসেছিল স্বস্তি—কিন্তু সেই স্বপ্ন এক মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হলো।ইমরুল কায়েসের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। পরিবার জানান মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

স্বপ্নের দেশ সৌদিতে মৃত্যু, নিথর দেহে ফিরছেন নন্দীগ্রামের প্রবাসী ইমরুল কায়েস

আপডেট সময় ০৬:৪১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রবাস জীবনের কঠিন যাত্রা শুরু করেছিলেন বগুড়ার নন্দীগ্রামের তরুণ ইমরুল কায়েস পিয়াল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—মাত্র ২৮ বছর বয়সে লাশ হয়ে ফিরছেন বাড়িতে। সৌদি আরবের রিয়াদ শহরে নির্মাণ কাজের সময় ভবন থেকে পড়ে ইমরুল কায়েসের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত এক বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবের রিয়াদ শহরে যান ইমরুল কায়েস। তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। গত রবিবার সকাল ১০টার দিকে সহকর্মীদের সঙ্গে বিল্ডিং নির্মাণের কাজ করার সময় হঠাৎ করে তিনতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন ইমরুল কায়েস। সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ইমরুল কায়েস বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম পূর্ব পাড়ার ইয়াকুব ডাক্তারের ছেলে।
মাত্র এক বছর আগে পরিবারের আর্থিক অবস্থা ঘুরে দাঁড়ানোর আশায় তিনি প্রবাসে পাড়ি জমান। তাঁর উপার্জনের টাকায় পরিবারে ফিরে এসেছিল স্বস্তি—কিন্তু সেই স্বপ্ন এক মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হলো।ইমরুল কায়েসের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। পরিবার জানান মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।