ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

“১৮ কোটির ইউনূস, আপনাদের পদত্যাগ চাই না” — জয়নুল আবদিন ফারুক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৫৪৯ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আস্থা প্রকাশ করে বলেছেন, “আপনি ব্যক্তি ইউনূস নন, আপনি বাংলাদেশের ১৮ কোটির ইউনূস।” তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “আমরা আপনাদের পদত্যাগ চাই না।”

শুক্রবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত এক মুক্ত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের শিরোনাম ছিল: ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী।’

ড. ইউনূসের ভূমিকার প্রতি আস্থা প্রকাশ করে ফারুক বলেন, “আপনার মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাগরিক, যিনি নোবেল পুরস্কার অর্জন করে আমাদের গর্বিত করেছেন, তার কাছ থেকে এমন সংবাদ পড়ে আমি বিস্মিত হয়েছি। একটি সংবাদে পড়েছি, আপনি নাকি এনসিপির এক নেতাকে বলেছেন— ‘আমার পদত্যাগ ছাড়া উপায় নেই।’ তবে এই খবর কতটা সত্য, তা নিশ্চিত নই।”

তিনি আক্ষেপ করে বলেন, “এই খবরে মনটা খারাপ হয়েছে। আমরা আপনাকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে বসিয়েছিলাম। গত ৯ মাসে আপনি সেই দায়িত্ব কতটা পালন করতে পেরেছেন, সেটিই আমাদের প্রশ্ন। আমরা জানতে চাই, কেন নির্দিষ্ট রোডম্যাপ এখনো দেওয়া হয়নি, কেন নির্বাচন নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের পরিবেশ তৈরির জন্য আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ৯ মাসেও কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেনি। এই প্রেক্ষাপটে, আমাদের দল থেকে বলা হয়েছে— আপনাদের তিনজন উপদেষ্টার পদত্যাগ প্রয়োজন হয়ে পড়েছে।”

জনপ্রিয় সংবাদ

আ’লীগ দেশকে অস্থিতিশীল করতে দিল্লি থেকে ছক আঁকছে : নাহিদ

“১৮ কোটির ইউনূস, আপনাদের পদত্যাগ চাই না” — জয়নুল আবদিন ফারুক

আপডেট সময় ০৬:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আস্থা প্রকাশ করে বলেছেন, “আপনি ব্যক্তি ইউনূস নন, আপনি বাংলাদেশের ১৮ কোটির ইউনূস।” তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “আমরা আপনাদের পদত্যাগ চাই না।”

শুক্রবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত এক মুক্ত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের শিরোনাম ছিল: ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী।’

ড. ইউনূসের ভূমিকার প্রতি আস্থা প্রকাশ করে ফারুক বলেন, “আপনার মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাগরিক, যিনি নোবেল পুরস্কার অর্জন করে আমাদের গর্বিত করেছেন, তার কাছ থেকে এমন সংবাদ পড়ে আমি বিস্মিত হয়েছি। একটি সংবাদে পড়েছি, আপনি নাকি এনসিপির এক নেতাকে বলেছেন— ‘আমার পদত্যাগ ছাড়া উপায় নেই।’ তবে এই খবর কতটা সত্য, তা নিশ্চিত নই।”

তিনি আক্ষেপ করে বলেন, “এই খবরে মনটা খারাপ হয়েছে। আমরা আপনাকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে বসিয়েছিলাম। গত ৯ মাসে আপনি সেই দায়িত্ব কতটা পালন করতে পেরেছেন, সেটিই আমাদের প্রশ্ন। আমরা জানতে চাই, কেন নির্দিষ্ট রোডম্যাপ এখনো দেওয়া হয়নি, কেন নির্বাচন নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের পরিবেশ তৈরির জন্য আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ৯ মাসেও কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেনি। এই প্রেক্ষাপটে, আমাদের দল থেকে বলা হয়েছে— আপনাদের তিনজন উপদেষ্টার পদত্যাগ প্রয়োজন হয়ে পড়েছে।”