ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মামুনুল হকের আহ্বান: দায়িত্বশীল আচরণে ঐক্যবদ্ধ হোন, দেশ রক্ষায় সবাই এগিয়ে আসুন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৪০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৫৩১ বার পড়া হয়েছে

নারী সংস্কার কমিশন বাতিল, রাজনৈতিক সংস্কার, শাপলা চত্বর ও জুলাই মাসের ঘটনার বিচারসহ একাধিক দাবিতে রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজ শেষে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, শহিদদের রক্ত শুকানোর আগেই চক্রান্ত শুরু হয়েছে। এখনই ঐক্যবদ্ধ না হলে স্বাধীনতা হুমকির মুখে পড়বে। এজন্য তিনি প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে অভিমান ভুলে দায়িত্ব পালনের অনুরোধ জানান। দেশের রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসে নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি তোলেন মামুনুল।

মামুনুল হক বলেন, ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। হেফাজত নারীদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করছে এবং সরকার যদি এতে ব্যর্থ হয়, হেফাজত ঘরে ঘরে গিয়ে নারীদের পাশে দাঁড়াবে। তিনি নারী সংস্কার কমিশনের ‘বহুত্ববাদী’ ধারাকে প্রত্যাখ্যান করে বলেন, সরকার এই কুপ্রস্তাবে সায় দেবে না—এটাই তাদের বিশ্বাস।

তিনি আরও বলেন, যদি সময়মতো শাপলা ও জুলাইয়ের ঘটনার বিচার ও নেতাকর্মীদের মামলা প্রত্যাহার না হয়, তবে কঠোর কর্মসূচি দেওয়া হবে। পাশাপাশি বিএনপি, জামায়াত, ছাত্র-জনতা ও হেফাজতসহ সবাইকে ‘জুলাইয়ের চেতনা’ নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে বিজয়নগরের পানির ট্যাঙ্কির মোড় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যাতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

আ’লীগ দেশকে অস্থিতিশীল করতে দিল্লি থেকে ছক আঁকছে : নাহিদ

মামুনুল হকের আহ্বান: দায়িত্বশীল আচরণে ঐক্যবদ্ধ হোন, দেশ রক্ষায় সবাই এগিয়ে আসুন

আপডেট সময় ০৬:৪০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

নারী সংস্কার কমিশন বাতিল, রাজনৈতিক সংস্কার, শাপলা চত্বর ও জুলাই মাসের ঘটনার বিচারসহ একাধিক দাবিতে রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজ শেষে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, শহিদদের রক্ত শুকানোর আগেই চক্রান্ত শুরু হয়েছে। এখনই ঐক্যবদ্ধ না হলে স্বাধীনতা হুমকির মুখে পড়বে। এজন্য তিনি প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে অভিমান ভুলে দায়িত্ব পালনের অনুরোধ জানান। দেশের রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসে নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি তোলেন মামুনুল।

মামুনুল হক বলেন, ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। হেফাজত নারীদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করছে এবং সরকার যদি এতে ব্যর্থ হয়, হেফাজত ঘরে ঘরে গিয়ে নারীদের পাশে দাঁড়াবে। তিনি নারী সংস্কার কমিশনের ‘বহুত্ববাদী’ ধারাকে প্রত্যাখ্যান করে বলেন, সরকার এই কুপ্রস্তাবে সায় দেবে না—এটাই তাদের বিশ্বাস।

তিনি আরও বলেন, যদি সময়মতো শাপলা ও জুলাইয়ের ঘটনার বিচার ও নেতাকর্মীদের মামলা প্রত্যাহার না হয়, তবে কঠোর কর্মসূচি দেওয়া হবে। পাশাপাশি বিএনপি, জামায়াত, ছাত্র-জনতা ও হেফাজতসহ সবাইকে ‘জুলাইয়ের চেতনা’ নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে বিজয়নগরের পানির ট্যাঙ্কির মোড় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যাতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।