ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ৬১,৭০০ ছাড়াল, জাতিসংঘ বলছে ‘সবচেয়ে নিষ্ঠুর পর্ব’ চলছে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে

গাজা এখন ইসরায়েলি আগ্রাসনের সবচেয়ে ভয়াবহ ও নিষ্ঠুর পর্ব পার করছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে যেভাবে সীমাবদ্ধতা তৈরি করছে, তা “এক চামচের সমান”, এবং সহায়তা পৌঁছাতে ইচ্ছাকৃতভাবে দেরি করছে।

এই সংকটময় পরিস্থিতিতে গাজার উত্তরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত কয়েক দিনে অনাহারে মারা গেছেন ২৯ জন শিশু ও বৃদ্ধ, যাদের মৃত্যু “অনাহারজনিত” বলে চিহ্নিত করা হয়েছে। আরও হাজার হাজার মানুষ মারাত্মক খাদ্যসংকটে রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৩,৮২২ জন নিহত এবং ১,২২,৩৮২ জন আহত হয়েছেন। তবে গাজার সরকার পরিচালিত গণমাধ্যম দপ্তরের এক হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, প্রকৃত মৃত্যুসংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে। কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বহু মানুষের এখনও কোনো খোঁজ নেই এবং তাদের ‘নিখোঁজ’ নয়, মৃত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ওমরাহ করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ৬১,৭০০ ছাড়াল, জাতিসংঘ বলছে ‘সবচেয়ে নিষ্ঠুর পর্ব’ চলছে

আপডেট সময় ১১:২৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

গাজা এখন ইসরায়েলি আগ্রাসনের সবচেয়ে ভয়াবহ ও নিষ্ঠুর পর্ব পার করছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে যেভাবে সীমাবদ্ধতা তৈরি করছে, তা “এক চামচের সমান”, এবং সহায়তা পৌঁছাতে ইচ্ছাকৃতভাবে দেরি করছে।

এই সংকটময় পরিস্থিতিতে গাজার উত্তরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত কয়েক দিনে অনাহারে মারা গেছেন ২৯ জন শিশু ও বৃদ্ধ, যাদের মৃত্যু “অনাহারজনিত” বলে চিহ্নিত করা হয়েছে। আরও হাজার হাজার মানুষ মারাত্মক খাদ্যসংকটে রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৩,৮২২ জন নিহত এবং ১,২২,৩৮২ জন আহত হয়েছেন। তবে গাজার সরকার পরিচালিত গণমাধ্যম দপ্তরের এক হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, প্রকৃত মৃত্যুসংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে। কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বহু মানুষের এখনও কোনো খোঁজ নেই এবং তাদের ‘নিখোঁজ’ নয়, মৃত হিসেবে বিবেচনা করা হচ্ছে।