গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বাংলাদেশে আর কোনো ১/১১ এর পুনরাবৃত্তি হবে না। শনিবার (২৪ মে) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান লেখেন, “১/১১-র নামে গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত ও আতঙ্কিত করা হচ্ছে। যারা এসব কথা বলছেন, তারাই আসলে ১/১১ চায় কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ তাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে সেই সময়ের কুশীলবরা।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক পথে যাত্রা কেউ থামাতে পারবে না। আমাদের প্রত্যাশা, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেই ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া শুরু হবে এবং নতুন ইতিহাস রচিত হবে। এ লক্ষ্যে রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐক্য অপরিহার্য।”