ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সালাহউদ্দিন গুম ও ভারতে উপস্থিতি: আইনি পদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন তুললেন ইলিয়াস হোসেন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৬২৩ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের ভারতে গুমের ঘটনায় কোনো ধরনের আইনি পদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক ইলিয়াস হোসেন। শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে জানতে চান।

পোস্টে ইলিয়াস হোসেন বলেন, “বিএনপি নেতা সালাহউদ্দিন কোথা থেকে গুম হয়েছিলেন, কীভাবে ভারতে গেলেন, এই বিষয়ে এখনও পর্যন্ত তিনি গুম কমিশন বা কোনো থানায় মামলা কিংবা আইনি উদ্যোগ নেননি—এটা আমরা জানতে চাই।”

উল্লেখ্য, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ২০১৫ সালে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই বছরের ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ধারী কিছু ব্যক্তি। এরপর দুই মাসেরও বেশি সময় তাকে ‘গুম’ করে রাখা হয়। হঠাৎ করে খবর পাওয়া যায়, তিনি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে এ বিষয়ে কোনো আইনি প্রক্রিয়া গ্রহণ না করায় বিষয়টি ঘিরে প্রশ্ন থেকেই যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

সালাহউদ্দিন গুম ও ভারতে উপস্থিতি: আইনি পদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন তুললেন ইলিয়াস হোসেন

আপডেট সময় ১১:৫৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের ভারতে গুমের ঘটনায় কোনো ধরনের আইনি পদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক ইলিয়াস হোসেন। শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে জানতে চান।

পোস্টে ইলিয়াস হোসেন বলেন, “বিএনপি নেতা সালাহউদ্দিন কোথা থেকে গুম হয়েছিলেন, কীভাবে ভারতে গেলেন, এই বিষয়ে এখনও পর্যন্ত তিনি গুম কমিশন বা কোনো থানায় মামলা কিংবা আইনি উদ্যোগ নেননি—এটা আমরা জানতে চাই।”

উল্লেখ্য, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ২০১৫ সালে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই বছরের ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ধারী কিছু ব্যক্তি। এরপর দুই মাসেরও বেশি সময় তাকে ‘গুম’ করে রাখা হয়। হঠাৎ করে খবর পাওয়া যায়, তিনি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে এ বিষয়ে কোনো আইনি প্রক্রিয়া গ্রহণ না করায় বিষয়টি ঘিরে প্রশ্ন থেকেই যাচ্ছে।