ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ ইস্যুতে গুমট রাজনৈতিক পরিবেশ, আজ বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের গুমট পরিস্থিতির সৃষ্টি করেছে। এর মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাকে পদত্যাগ না করার আহ্বান জানিয়েছে।

এই প্রেক্ষাপটে আজ (শনিবার) কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বিএনপি সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে কারা কারা অংশ নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

অন্যদিকে, রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। জামায়াতের পক্ষ থেকে আমির ড. শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

সৈয়দ তাহের জানান, “দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলাম। তার কার্যালয় থেকে আজ রাতের সময়সূচি জানানো হয়েছে।”

জনপ্রিয় সংবাদ

ভারতের ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বন্ধের আহ্বান পাকিস্তানের, কার্যকর সংলাপ চায় ইসলামাবাদ

পদত্যাগ ইস্যুতে গুমট রাজনৈতিক পরিবেশ, আজ বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আপডেট সময় ১২:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের গুমট পরিস্থিতির সৃষ্টি করেছে। এর মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাকে পদত্যাগ না করার আহ্বান জানিয়েছে।

এই প্রেক্ষাপটে আজ (শনিবার) কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বিএনপি সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে কারা কারা অংশ নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

অন্যদিকে, রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। জামায়াতের পক্ষ থেকে আমির ড. শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

সৈয়দ তাহের জানান, “দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলাম। তার কার্যালয় থেকে আজ রাতের সময়সূচি জানানো হয়েছে।”