চলমান রাজনৈতিক অস্থিরতা ও আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে আজ শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে জামায়াতে ইসলামী। পূর্বনির্ধারিত এই বৈঠকে দলটির আমির ডা. শফিকুর রহমান এবং নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিতব্য এই বৈঠকে সামগ্রিক পরিস্থিতি, নির্বাচন, বিচার ও সংস্কারসহ রাজনৈতিক ঐক্য গঠনের নানা বিষয় নিয়ে আলোচনা হবে।
জামায়াতের পক্ষ থেকে আগেই ড. ইউনূসের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে অবস্থান জানানো হয়েছে এবং প্রধান উপদেষ্টার পদত্যাগকে সমাধান নয় বলেও মন্তব্য করেছে দলটি। বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানপন্থী দলগুলোর মধ্যে ঐক্য ফেরাতে উদ্যোগ নেওয়ার বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানা গেছে।