ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাবনার সেই এতিম দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৫৩১ বার পড়া হয়েছে

পাবনার ভাঙ্গুড়ার বাবা-মা হারা এতিম দুই শিশু মরিয়ম ও তার ভাই ইসমাইলের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৮ নভেম্বর) বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে শিশু দু’টির খোঁজখবর নিতে উপজেলার প্রত্যন্ত মাদারবাড়িয়া গ্রামে যান ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের প্রতিনিধিরা।

সংগঠনের পক্ষে পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের ধানের শীষের প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এতিম শিশু মরিয়ম ও ইসমাইলের হাতে নগদ অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, “আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার এই নিভৃত পল্লীর অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি। মহান আল্লাহ যেন তারেক রহমানের এই মানবিক উদ্যোগ কবুল করেন।”

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ঘোষণা দেন, মরিয়ম ও ইসমাইলের পড়াশোনার জন্য সংগঠনটি মাসিক শিক্ষা বৃত্তি প্রদান করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা।

উল্লেখ্য, মাদারবাড়িয়া গ্রামের হতদরিদ্র শ্রমিক ওয়াজেদ আলী পাঁচ বছর আগে স্ট্রোকে মারা যান। এরপর মা আজিমা খাতুন সংসারের হাল ধরলেও সম্প্রতি তারও মৃত্যু হয়। ফলে মরিয়ম ও ইসমাইল পুরোপুরি অনাথ হয়ে পড়ে। জরাজীর্ণ ঘরে কষ্টের জীবনযাপন করছিল তারা।

গত ৩০ অক্টোবর আমার দেশ অনলাইন সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ‘ছোট্ট শিশু মরিয়মের কাঁধে এখন সংসারের বোঝা!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি তারেক রহমানের নজরে আসে। পরবর্তীতে তার নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি তাদের পাশে দাঁড়ায় এবং আর্থিক সহায়তা প্রদান করে।

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ–৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান: ‘ফজু পাগলা’ উপাধি নিয়ে আনন্দিত

পাবনার সেই এতিম দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

আপডেট সময় ০৭:০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

পাবনার ভাঙ্গুড়ার বাবা-মা হারা এতিম দুই শিশু মরিয়ম ও তার ভাই ইসমাইলের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৮ নভেম্বর) বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে শিশু দু’টির খোঁজখবর নিতে উপজেলার প্রত্যন্ত মাদারবাড়িয়া গ্রামে যান ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের প্রতিনিধিরা।

সংগঠনের পক্ষে পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের ধানের শীষের প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এতিম শিশু মরিয়ম ও ইসমাইলের হাতে নগদ অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, “আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার এই নিভৃত পল্লীর অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি। মহান আল্লাহ যেন তারেক রহমানের এই মানবিক উদ্যোগ কবুল করেন।”

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ঘোষণা দেন, মরিয়ম ও ইসমাইলের পড়াশোনার জন্য সংগঠনটি মাসিক শিক্ষা বৃত্তি প্রদান করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা।

উল্লেখ্য, মাদারবাড়িয়া গ্রামের হতদরিদ্র শ্রমিক ওয়াজেদ আলী পাঁচ বছর আগে স্ট্রোকে মারা যান। এরপর মা আজিমা খাতুন সংসারের হাল ধরলেও সম্প্রতি তারও মৃত্যু হয়। ফলে মরিয়ম ও ইসমাইল পুরোপুরি অনাথ হয়ে পড়ে। জরাজীর্ণ ঘরে কষ্টের জীবনযাপন করছিল তারা।

গত ৩০ অক্টোবর আমার দেশ অনলাইন সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ‘ছোট্ট শিশু মরিয়মের কাঁধে এখন সংসারের বোঝা!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি তারেক রহমানের নজরে আসে। পরবর্তীতে তার নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি তাদের পাশে দাঁড়ায় এবং আর্থিক সহায়তা প্রদান করে।