রাজধানীর ঢাকা-১৪ আসনে আসন্ন নির্বাচনে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে—গুমের শিকার ব্যক্তি ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান) ও গুমের শিকার বিএনপি নেতা সুমনের বোন সানজিদা ইসলাম তুলি প্রতিদ্বন্দ্বিতা করছেন পরস্পরের বিরুদ্ধে। আরমান জামায়াতে ইসলামীর, আর তুলি বিএনপির মনোনীত প্রার্থী।
সাড়ে চার লাখ ভোটারের এই আসনটিতে দুই প্রতিদ্বন্দ্বীর মানবিক অবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ এখন নির্বাচনি আলোচনার কেন্দ্রবিন্দু। নির্বাচনি মাঠে প্রতিদ্বন্দ্বী হয়েও তারা একে অপরকে ‘ভাই’ ও ‘বোন’ বলে সম্বোধন করছেন।
প্রচারণায় সানজিদা তুলি বলেন, “আরমান ভাই আমার সেই ভাই, যিনি আয়নাঘর থেকে ফিরে এসেছেন।” অপরদিকে ব্যারিস্টার আরমানও তুলিকে “আমার বোন” উল্লেখ করে তার প্রতি শুভকামনা জানিয়েছেন।
তুলি তার প্রচারণায় গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে জোরালো অবস্থান নিচ্ছেন, অন্যদিকে আরমান প্রতিশ্রুতি দিচ্ছেন মাদক নির্মূল, শিক্ষা ও যোগাযোগ খাতের উন্নয়নের।
এলাকাবাসীর মতে, দুই প্রার্থীর এই মানবিক প্রতিদ্বন্দ্বিতা ঢাকার রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। অনেকেই ঢাকা-১৪ আসনের এই নির্বাচনকে দেখছেন “রোল মডেল ভোটযুদ্ধ” হিসেবে—যেখানে ক্ষমতার নয়, মূল্যবোধ ও মানবতার প্রতিযোগিতাই মুখ্য হয়ে উঠেছে।



















