ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের অনশনে ইশরাকের সংহতি, নিবন্ধিত দলগুলোর নথি পুনঃযাচাইয়ের আহ্বান বিএনপি নেতার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৫৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৫১৭ বার পড়া হয়েছে

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে টানা ১২৫ ঘণ্টা ধরে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ‘আমজনতার দল’-এর সদস্যসচিব তারেক রহমান। এ সময় তার অনশন কর্মসূচিতে সংহতি জানাতে এসে দলটির নিবন্ধনসহ সম্প্রতি যেসব দলকে নিবন্ধন দেওয়া হয়েছে, তাদের নথি পুনঃযাচাইয়ের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনের সামনে অনশনস্থলে এসে ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, “আমজনতার দলের নিবন্ধন প্রশ্নে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। আমি দাবি করছি—ইসি যেন এই দলগুলোর নথি পুনঃযাচাই করে এবং প্রক্রিয়াটি স্বচ্ছভাবে প্রকাশ করে।”

‘আমজনতার দল’ নামে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়ায় গত ৪ নভেম্বর বিকেল থেকে ইসির সামনে আমরণ অনশন শুরু করেন তারেক রহমান। আজ দুপুরে সেই অনশন ১২৫ ঘণ্টায় পা রাখে। টানা অনশনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ইতোমধ্যে তাঁর শরীরে চারটি স্যালাইন পুশ করা হয়েছে, রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে, এমনকি তিনি স্বাভাবিকভাবে কথা বলতেও পারছেন না। বর্তমানে ইশারা-ইঙ্গিতের মাধ্যমেই যোগাযোগের চেষ্টা করছেন তিনি।

আমজনতার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “সংগ্রামী তরুণ নেতা তারেক রহমান এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এই কঠিন মুহূর্তে আমরা দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করছি।”

দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ এক বিবৃতিতে বলেন, “তারেক রহমান শুধু আমাদের দলের সাধারণ সম্পাদক নন, তিনি জনগণের ভোটাধিকার, রাজনৈতিক ন্যায্যতা ও রাষ্ট্রে সমতার প্রতীক। আজ তিনি জীবন বাজি রেখে লড়ছেন, অথচ নির্বাচন কমিশন নির্বিকার।”

আরিফ বিল্লাহ আরও বলেন, “তারেক রহমান বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে এক সংগ্রামী তরুণ নেতার প্রতীক। ২৪-এর গণঅভ্যুত্থান, ১৮-এর কোটা আন্দোলনসহ দেশের সংকটময় মুহূর্তে তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সবসময় অগ্রভাগে ছিলেন।”

আমজনতার দল এই অনশন ও আন্দোলনকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই হিসেবে দেখছে। দলটির দাবি, নির্বাচন কমিশন যেন ন্যায়বিচার প্রতিষ্ঠা করে এবং নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে।

জনপ্রিয় সংবাদ

হিরো আলমের রাজনীতিতে নতুন চমক: গণ অধিকার পরিষদ থেকে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা

তারেক রহমানের অনশনে ইশরাকের সংহতি, নিবন্ধিত দলগুলোর নথি পুনঃযাচাইয়ের আহ্বান বিএনপি নেতার

আপডেট সময় ০৪:৫৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে টানা ১২৫ ঘণ্টা ধরে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ‘আমজনতার দল’-এর সদস্যসচিব তারেক রহমান। এ সময় তার অনশন কর্মসূচিতে সংহতি জানাতে এসে দলটির নিবন্ধনসহ সম্প্রতি যেসব দলকে নিবন্ধন দেওয়া হয়েছে, তাদের নথি পুনঃযাচাইয়ের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনের সামনে অনশনস্থলে এসে ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, “আমজনতার দলের নিবন্ধন প্রশ্নে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। আমি দাবি করছি—ইসি যেন এই দলগুলোর নথি পুনঃযাচাই করে এবং প্রক্রিয়াটি স্বচ্ছভাবে প্রকাশ করে।”

‘আমজনতার দল’ নামে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়ায় গত ৪ নভেম্বর বিকেল থেকে ইসির সামনে আমরণ অনশন শুরু করেন তারেক রহমান। আজ দুপুরে সেই অনশন ১২৫ ঘণ্টায় পা রাখে। টানা অনশনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ইতোমধ্যে তাঁর শরীরে চারটি স্যালাইন পুশ করা হয়েছে, রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে, এমনকি তিনি স্বাভাবিকভাবে কথা বলতেও পারছেন না। বর্তমানে ইশারা-ইঙ্গিতের মাধ্যমেই যোগাযোগের চেষ্টা করছেন তিনি।

আমজনতার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “সংগ্রামী তরুণ নেতা তারেক রহমান এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এই কঠিন মুহূর্তে আমরা দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করছি।”

দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ এক বিবৃতিতে বলেন, “তারেক রহমান শুধু আমাদের দলের সাধারণ সম্পাদক নন, তিনি জনগণের ভোটাধিকার, রাজনৈতিক ন্যায্যতা ও রাষ্ট্রে সমতার প্রতীক। আজ তিনি জীবন বাজি রেখে লড়ছেন, অথচ নির্বাচন কমিশন নির্বিকার।”

আরিফ বিল্লাহ আরও বলেন, “তারেক রহমান বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে এক সংগ্রামী তরুণ নেতার প্রতীক। ২৪-এর গণঅভ্যুত্থান, ১৮-এর কোটা আন্দোলনসহ দেশের সংকটময় মুহূর্তে তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সবসময় অগ্রভাগে ছিলেন।”

আমজনতার দল এই অনশন ও আন্দোলনকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই হিসেবে দেখছে। দলটির দাবি, নির্বাচন কমিশন যেন ন্যায়বিচার প্রতিষ্ঠা করে এবং নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে।