পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (২৫ মে) বিকেলে রাজধানীর যমুনা সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
সরকারি সূত্র জানিয়েছে, আলোচনায় জুলাইয়ের গণ-অভ্যুত্থনের পক্ষে অবস্থান নেওয়া রাজনৈতিক দলগুলোর একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। মূলত চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা ও ঐকমত্য গড়তেই এ বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু নিশ্চিত করেছেন, তার দল বৈঠকের আমন্ত্রণ পেয়েছে। তিনি বলেন, “আমাকে একজন উপদেষ্টা ফোন করে জানিয়েছেন, আগামীকাল বিকেলে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানে উপস্থিত থাকতে পারব কি না—জানতে চেয়েছেন।”
তিনি আরও জানান, বৈঠকটি বিকেল ৫টা থেকে শুরু হতে পারে।
এদিকে, আজ (শনিবার) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকে বসছেন। সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি এবং রাত সাড়ে ৮টায় জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে যমুনা বাসভবনে।