ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নুরুল হক নুরের হুঁশিয়ারি: ‘উৎপাত করলে বিপদ’, আওয়ামী লীগ এখন ‘মরা লাশ’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৩৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৫৫৫ বার পড়া হয়েছে

দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘চুপচাপ’ থাকার পরামর্শ দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি হুঁশিয়ার করে বলেছেন, ‘উৎপাত করলে বিপদ’ হতে পারে।

সোমবার (১০ নভেম্বর) দিনগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নুর এই পরামর্শ দেন।

নুরুল হক নুর লেখেন,

“দেশে অবস্থানরত লীগের ভাইদের বলবো— স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত-সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে অনিরাপদ করবেন না। রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধোলাই খেলে নেতা দেখতে হাসপাতালেও আসবে না, গ্রেফতার হলে জেলখানায় কলা-রুটিও পাঠাবে না।”

তিনি আরও লেখেন,

“কি দরকার গ্রেফতার ও গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ পরে ঝটিকা বা গুপ্ত মিছিল করার? ধরা পড়লে পাবলিকের মাইর দুনিয়ায় বাইর!”

ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, আওয়ামী লীগের আমলে বিরোধী দলের নেতাকর্মীরা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হলেও বর্তমান পরিস্থিতিতে আওয়ামী কর্মীরা তুলনামূলক ভালো আছেন। তার মতে,

“চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন, উৎপাত করলে বিপদ।”

নুরুল হক নুর আরও দাবি করেন,

“৭৫-এ শেখ মুজিবের পর ২৪-এ তার মেয়ে হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছে। আওয়ামী লীগ এখন মরা লাশ। বিচারিক প্রক্রিয়ায় এখন এর দাফন-কাফন সম্পন্ন হবে।”

শেষে তিনি আহ্বান জানান,

“মরা লাশের পেছনে ছুটে হয়রান না হয়ে নতুন দিনের সম্ভাবনার নতুন বাংলাদেশের সাথে থাকুন। নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে গড়বো— যেখানে ক্ষমতালোভী খুনি শাসক থাকবে না, থাকবে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম ও সততার রাজনীতি।”

জনপ্রিয় সংবাদ

বিজয়ী হলে জাতীয় সরকার করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

নুরুল হক নুরের হুঁশিয়ারি: ‘উৎপাত করলে বিপদ’, আওয়ামী লীগ এখন ‘মরা লাশ’

আপডেট সময় ১০:৩৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘চুপচাপ’ থাকার পরামর্শ দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি হুঁশিয়ার করে বলেছেন, ‘উৎপাত করলে বিপদ’ হতে পারে।

সোমবার (১০ নভেম্বর) দিনগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নুর এই পরামর্শ দেন।

নুরুল হক নুর লেখেন,

“দেশে অবস্থানরত লীগের ভাইদের বলবো— স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত-সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে অনিরাপদ করবেন না। রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধোলাই খেলে নেতা দেখতে হাসপাতালেও আসবে না, গ্রেফতার হলে জেলখানায় কলা-রুটিও পাঠাবে না।”

তিনি আরও লেখেন,

“কি দরকার গ্রেফতার ও গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ পরে ঝটিকা বা গুপ্ত মিছিল করার? ধরা পড়লে পাবলিকের মাইর দুনিয়ায় বাইর!”

ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, আওয়ামী লীগের আমলে বিরোধী দলের নেতাকর্মীরা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হলেও বর্তমান পরিস্থিতিতে আওয়ামী কর্মীরা তুলনামূলক ভালো আছেন। তার মতে,

“চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন, উৎপাত করলে বিপদ।”

নুরুল হক নুর আরও দাবি করেন,

“৭৫-এ শেখ মুজিবের পর ২৪-এ তার মেয়ে হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছে। আওয়ামী লীগ এখন মরা লাশ। বিচারিক প্রক্রিয়ায় এখন এর দাফন-কাফন সম্পন্ন হবে।”

শেষে তিনি আহ্বান জানান,

“মরা লাশের পেছনে ছুটে হয়রান না হয়ে নতুন দিনের সম্ভাবনার নতুন বাংলাদেশের সাথে থাকুন। নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে গড়বো— যেখানে ক্ষমতালোভী খুনি শাসক থাকবে না, থাকবে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম ও সততার রাজনীতি।”