ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লালপুরে ছাত্রলীগ কর্মী ছিনতাই ঘটনায় তিন যুবক আটক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে পুলিশের হাত থেকে ছাত্রলীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) ভোর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন—বাকনাই কদমতলা গ্রামের ইকবাল আলীর ছেলে মেহেদী হাসান (২৪), বজলুর রহমানের ছেলে নয়ন আলী (২৫) এবং কৃষ্ণপুর গ্রামের হামিদ প্রামাণিকের ছেলে রাসেল আহমেদ (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৮ নভেম্বর) বিকেলে বিলমাড়িয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বিলমাড়িয়া সুপার লীগ’-এর এক ম্যাচ চলাকালে পুলিশ ঈদের দিন জয় বাংলা স্লোগান দিয়ে হামলা ও গুলি বর্ষণের মামলার আসামি সাহিদ আলী (২১) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে। কিন্তু মাঠে উপস্থিত দলীয় নেতা-কর্মী ও দর্শকদের চাপে পুলিশ বাধ্য হয়ে হ্যান্ডকাপ খুলে তাকে ছেড়ে দেয়।

পরে সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে আটক করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, “সরকারি কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক তিন যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।”

জনপ্রিয় সংবাদ

বিজয়ী হলে জাতীয় সরকার করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

লালপুরে ছাত্রলীগ কর্মী ছিনতাই ঘটনায় তিন যুবক আটক

আপডেট সময় ১১:৫৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

নাটোরের লালপুরে পুলিশের হাত থেকে ছাত্রলীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) ভোর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন—বাকনাই কদমতলা গ্রামের ইকবাল আলীর ছেলে মেহেদী হাসান (২৪), বজলুর রহমানের ছেলে নয়ন আলী (২৫) এবং কৃষ্ণপুর গ্রামের হামিদ প্রামাণিকের ছেলে রাসেল আহমেদ (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৮ নভেম্বর) বিকেলে বিলমাড়িয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বিলমাড়িয়া সুপার লীগ’-এর এক ম্যাচ চলাকালে পুলিশ ঈদের দিন জয় বাংলা স্লোগান দিয়ে হামলা ও গুলি বর্ষণের মামলার আসামি সাহিদ আলী (২১) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে। কিন্তু মাঠে উপস্থিত দলীয় নেতা-কর্মী ও দর্শকদের চাপে পুলিশ বাধ্য হয়ে হ্যান্ডকাপ খুলে তাকে ছেড়ে দেয়।

পরে সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে আটক করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, “সরকারি কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক তিন যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।”