ময়মনসিংহের গৌরীপুরে দলের অভ্যন্তরীণ সহিংসতা, হাঙ্গামা, রক্তপাত ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি ও ছাত্রদলের মোট ২৪ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা ও পৌর বিএনপির ৫ নেতাকর্মীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত বিএনপি নেতারা হলেন—উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরন, পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ।
এরপর সোমবার (১০ নভেম্বর) ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক একেএম সুজা উদ্দিনের অনুমোদনে আরও ১৯ জন ছাত্রদল নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত ছাত্রদল নেতাদের বিরুদ্ধেও দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বহিষ্কৃত ছাত্রদল নেতারা হলেন—গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রিপন মিয়া, ছাত্রদল নেতা অন্তর সরকার, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আল আমিন, কামরুল ইসলাম পিয়াস, আরিফুল ইসলাম উদয়, শ্যামগঞ্জ ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি উজ্জ্বল মিয়া, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন মিয়া, সহ-সভাপতি রেজাউল ইসলাম, মইলাকান্দা ইউনিয়ন সভাপতি ইয়াসিন আরাফাত, অচিন্তপুর ইউনিয়ন সভাপতি অলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোরছালিন, মাওহা ইউনিয়ন সভাপতি শরীফ মিয়া, সাধারণ সম্পাদক মোস্তাকিম ফকির, সহনাটি ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম বোরহান, ভাংনামারি ইউনিয়ন সভাপতি রিয়াদ হোসেন, সিধলা ইউনিয়ন কর্মী ফয়সাল তালুকদার, ছাত্রদল কর্মী এএইচ পিয়াস ও রাহাত জাহান মুন।
উল্লেখ্য, গত রোববার গৌরীপুরে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও মনোনয়নবঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরনপন্থী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবিদ নামে এক যুবক নিহত হন এবং অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কার্যালয়সহ বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

























