বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি মানবেন না, তাদের জন্য ২০২৬ সালের নির্বাচন নয়। ছাব্বিশের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে।”
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে সমমনা আট দলের আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে, রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। এটা নিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টি করবেন না। উদর পিণ্ডি বুদোর ঘাড়ে ফেলবেন না।”
আসন্ন জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে তিনি বলেন, “আমাদের এক নম্বর দাবি হচ্ছে—জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নেই।”
তিনি আরও বলেন, “এ দেশের মুক্তিকামী মানুষের দাবি একটাই—জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হতেই হবে। গণভোটের ব্যাপারে সব দল একমত। তাহলে তারিখ নিয়ে এই বাইনাবাজি কেন?”
ঐকমত্য কমিশনের আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সব দল একমত হয়ে স্বাক্ষর করেছি, তখন আগে ভোট হওয়াই যুক্তিযুক্ত। এর মধ্য দিয়েই আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশা আল্লাহ, এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তখন আর কোনো সংশয় বা সন্দেহ থাকবে না।”
বিএনপির উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, “জুলাই সনদে যদি জনগণের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে জনগণের প্রতি শ্রদ্ধা দেখাবেন কীভাবে?”
উল্লেখ্য, পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে আটটি দল—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।
তাদের পাঁচ দফা দাবি হলো—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন।
২. জাতীয় নির্বাচনে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এর আগে গত ৭ নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয় দলগুলো। তবে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় আজকের এই সমাবেশের কর্মসূচি পালন করা হয়।

























