ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ‘অস্ত্রধারী শনাক্তেই এসএমজি ব্রাশফায়ার’—নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সিএমপি কমিশনার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরে একের পর এক প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আগ্নেয়াস্ত্রধারী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) দিয়ে ব্রাশফায়ার করে হত্যার মৌখিক নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তিনি ওয়্যারলেস বার্তায় টহল ও থানা পুলিশকে একযোগে এসব নির্দেশনা দেন।

কয়েকজন সিএমপি কর্মকর্তা নিশ্চিত করেছেন, দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত একাধিক দফায় তিনি এই নির্দেশ দিয়েছেন। সম্প্রতি ঘটেছে উদ্বেগজনক কয়েকটি প্রকাশ্যে নিশ্ছিদ্র গুলি—তারই পরিপ্রেক্ষিতে কমিশনার বলেন, “চট্টগ্রাম নগরকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেবো না।”

কমিশনারের নির্দেশনায় বলা হয়েছে—শটগান ও চায়না রাইফেল প্রত্যাহার করে টহল টিমগুলোর জন্য প্রধান অস্ত্র হিসেবে রাখা হবে এসএমজি; টিম ইনচার্জদের নাইন মিমি (৯মিমি) পিস্তল বহন ও শিশা শটগান ও দুটি গ্যাস গান সরবরাহের নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি চেকপোস্ট বাড়িয়ে সাতটি থেকে তেরোটি করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনার বার্তায় পুলিশ সদস্যদের আত্মরক্ষার অধিকার ও দণ্ডবিধির বিধান স্মরণ করিয়ে দিয়ে সব দায়-দায়িত্ব তিনি নিজে গ্রহণ করবেন বলেও উল্লেখ করা হয়েছে।

পরিপ্রেক্ষিত হিসেবে জানা গেছে, গত ৫ নভেম্বর বায়েজিদ-বস্তামি থানার খোন্দকারাবাদ এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগ অনুষ্ঠানে গুলিতে তালিকাভুক্ত সন্ত্রাসী সরাসর হোসেন বাবলা নিহত হন; ওই ঘটনায় প্রয়াত সন্ত্রাসীর সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় শহরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ জারি করা হয়েছে।

সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, “অস্ত্রধারীদের দেখামাত্র গুলি করে হত্যার স্পষ্ট নির্দেশনা দিয়েছি। আশা করছি আমার অধীনস্ত বাহিনী এই আদেশ পালন করবেন।” তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করাই লক্ষ্য—যে শহরে পুলিশ থাকবে সেখানে সাধারণ মানুষ নিরাপত্তাহীন থাকবে তা মেনে নেওয়া হবে না।

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদির পরিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যমুনায়

চট্টগ্রামে ‘অস্ত্রধারী শনাক্তেই এসএমজি ব্রাশফায়ার’—নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সিএমপি কমিশনার

আপডেট সময় ১১:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম নগরে একের পর এক প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আগ্নেয়াস্ত্রধারী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) দিয়ে ব্রাশফায়ার করে হত্যার মৌখিক নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তিনি ওয়্যারলেস বার্তায় টহল ও থানা পুলিশকে একযোগে এসব নির্দেশনা দেন।

কয়েকজন সিএমপি কর্মকর্তা নিশ্চিত করেছেন, দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত একাধিক দফায় তিনি এই নির্দেশ দিয়েছেন। সম্প্রতি ঘটেছে উদ্বেগজনক কয়েকটি প্রকাশ্যে নিশ্ছিদ্র গুলি—তারই পরিপ্রেক্ষিতে কমিশনার বলেন, “চট্টগ্রাম নগরকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেবো না।”

কমিশনারের নির্দেশনায় বলা হয়েছে—শটগান ও চায়না রাইফেল প্রত্যাহার করে টহল টিমগুলোর জন্য প্রধান অস্ত্র হিসেবে রাখা হবে এসএমজি; টিম ইনচার্জদের নাইন মিমি (৯মিমি) পিস্তল বহন ও শিশা শটগান ও দুটি গ্যাস গান সরবরাহের নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি চেকপোস্ট বাড়িয়ে সাতটি থেকে তেরোটি করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনার বার্তায় পুলিশ সদস্যদের আত্মরক্ষার অধিকার ও দণ্ডবিধির বিধান স্মরণ করিয়ে দিয়ে সব দায়-দায়িত্ব তিনি নিজে গ্রহণ করবেন বলেও উল্লেখ করা হয়েছে।

পরিপ্রেক্ষিত হিসেবে জানা গেছে, গত ৫ নভেম্বর বায়েজিদ-বস্তামি থানার খোন্দকারাবাদ এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগ অনুষ্ঠানে গুলিতে তালিকাভুক্ত সন্ত্রাসী সরাসর হোসেন বাবলা নিহত হন; ওই ঘটনায় প্রয়াত সন্ত্রাসীর সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় শহরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ জারি করা হয়েছে।

সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, “অস্ত্রধারীদের দেখামাত্র গুলি করে হত্যার স্পষ্ট নির্দেশনা দিয়েছি। আশা করছি আমার অধীনস্ত বাহিনী এই আদেশ পালন করবেন।” তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করাই লক্ষ্য—যে শহরে পুলিশ থাকবে সেখানে সাধারণ মানুষ নিরাপত্তাহীন থাকবে তা মেনে নেওয়া হবে না।