আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সদর আসনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী তিনি সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কৃষক, শ্রমিক ও স্থানীয় পেশাজীবীদের সঙ্গে গণসংযোগ করেন।
গণসংযোগ চলাকালে কৃষকদের ধান কাটতে সহায়তা করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলযোগে নেতাকর্মীদের নিয়ে তিনি মাঠে যান এবং কৃষকদের ধান কাটতে হাত লাগান। কিছুক্ষণ ধান কাটার পর তিনি কৃষকদের আলিঙ্গন করে নির্বাচনী লিফলেট বিলি করেন ও তাদের কাছে ভোট চান।
স্থানীয়রা জানান, মুফতি হামজা দীর্ঘদিন ধরে এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। নির্বাচনী প্রচারণায় তার এই ব্যতিক্রমী উদ্যোগ সাধারণ কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
এ সময় উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও গণসংযোগে অংশ নেন।

























