ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিবন্ধনের দাবিতে দীর্ঘ অনশন: কিডনিতে জটিলতা, হাসপাতালে তারেক রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৫৬১ বার পড়া হয়েছে

 

নিবন্ধনের দাবিতে প্রায় ১৩৩ ঘণ্টা অনশন করার ফলে আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমানের কিডনিতে জটিলতা দেখা দিয়েছে। দীর্ঘ সময় পানি না পান করার কারণে তার শরীরের সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য বিঘ্নিত হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, কিডনির জটিলতার কারণে চিকিৎসকরা তাকে কয়েক দফা ডায়ালাইসিস করানোর পরামর্শ দিয়েছেন। ফলে আগামী ২–৩ দিন তাকে হাসপাতালে থাকতে হতে পারে বলে জানা গেছে।

নিজের শারীরিক অবস্থার বিষয়ে তারেক রহমান বলেন, “অনশনের কারণেই মূলত কিডনিতে জটিলতা দেখা দিয়েছে। এখন ওষুধ খাচ্ছি, ডাবের পানি খাচ্ছি। ডাক্তার বলেছেন, ডায়ালাইসিস করা লাগবে।”

এর আগে দীর্ঘ ১৩৪ ঘণ্টার অনশন শেষে রোববার রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তাকে অনশন ভাঙান। পরে তাকে দ্রুত অ্যাম্বুল্যান্সে করে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়।

জনপ্রিয় সংবাদ

নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি, ভাঙচুর

নিবন্ধনের দাবিতে দীর্ঘ অনশন: কিডনিতে জটিলতা, হাসপাতালে তারেক রহমান

আপডেট সময় ০৫:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

 

নিবন্ধনের দাবিতে প্রায় ১৩৩ ঘণ্টা অনশন করার ফলে আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমানের কিডনিতে জটিলতা দেখা দিয়েছে। দীর্ঘ সময় পানি না পান করার কারণে তার শরীরের সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য বিঘ্নিত হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, কিডনির জটিলতার কারণে চিকিৎসকরা তাকে কয়েক দফা ডায়ালাইসিস করানোর পরামর্শ দিয়েছেন। ফলে আগামী ২–৩ দিন তাকে হাসপাতালে থাকতে হতে পারে বলে জানা গেছে।

নিজের শারীরিক অবস্থার বিষয়ে তারেক রহমান বলেন, “অনশনের কারণেই মূলত কিডনিতে জটিলতা দেখা দিয়েছে। এখন ওষুধ খাচ্ছি, ডাবের পানি খাচ্ছি। ডাক্তার বলেছেন, ডায়ালাইসিস করা লাগবে।”

এর আগে দীর্ঘ ১৩৪ ঘণ্টার অনশন শেষে রোববার রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তাকে অনশন ভাঙান। পরে তাকে দ্রুত অ্যাম্বুল্যান্সে করে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়।