রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলেছেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, তার রেখে যাওয়া দোসররাও শিগগিরই পালাতে বাধ্য হবে।
বুধবার সন্ধ্যা ৬টায় রাউজান উপজেলা সদরে সারাদেশে আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এখন আর কোনো স্বৈরাচার আমরা মেনে নেব না। আওয়ামী লীগ আবারও ষড়যন্ত্র করে দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা সৃষ্টি করছে। শেখ হাসিনা জুলাই আন্দোলনে শত শত মানুষ হত্যা করেও ক্ষান্ত হয়নি, এখন আবার লকডাউন দিয়ে হত্যার পায়তারা করছে।”
তারা আরও বলেন, “আগামীকাল শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হবে। আমাদের দাবি—তার সর্বোচ্চ সাজা, অর্থাৎ ফাঁসি দেওয়া হোক। হাসিনার দোসরদের বাংলাদেশে আর কোনো ঠাঁই হবে না।”
মশাল মিছিলটি উপজেলা সদরের মুন্সিরঘাটা থেকে শুরু হয়ে রাঙামাটি মহাসড়ক প্রদক্ষিণ করে ফকিরহাট হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা সৈয়্যদ মঞ্জুরুল হক মঞ্জু।
ছাত্রনেতা আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন ফয়জুল ইসলাম চৌধুরী, মোজাম্মেল হক, এম মাসুদ আলম, এম এম ইউসুফ, ইকবাল চৌধুরী, একরাম মিয়া, আব্দুল মান্নান মনি, শাহাদাত মীর্জা ও মো. আলী সুমন প্রমুখ।

























