ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

একই দিনে নির্বাচন ও গণভোটে জনগণের অভিপ্রায় উপেক্ষিত — জামায়াত সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৩৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণায় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্তে জনগণের অভিপ্রায় উপেক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন,

“আমরা বারবার অনুরোধ করেছি, যেন গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে না হয়। যুক্তিও দিয়েছি। কিন্তু প্রধান উপদেষ্টা আমাদের সেই আহ্বান উপেক্ষা করেছেন।”

তিনি বলেন, জাতীয় নির্বাচনে প্রায়ই কিছু কেন্দ্রে সমস্যা দেখা দেয় বা ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।

“যদি কোনো কেন্দ্রে প্রতীকের ভোট বন্ধ হয়, সেক্ষেত্রে গণভোটের ভোট কীভাবে সম্পন্ন হবে — এ প্রশ্নের উত্তর এখনো মেলেনি,” তিনি যোগ করেন।

জামায়াত নেতা আরও বলেন, এই সিদ্ধান্তে সাড়ে ১২ কোটি ভোটার উদ্বিগ্ন ও বিভ্রান্ত হতে পারেন। তিনি উল্লেখ করেন, আট দলীয় জোট আগে থেকেই প্রস্তাব দিয়েছিল যাতে জাতীয় নির্বাচনের আগে গণভোট সম্পন্ন করা হয়, কিন্তু প্রধান উপদেষ্টার ঘোষণায় সেই সংকটের সমাধান দেখা যায়নি।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর দলটির নির্বাহী পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার ঘোষণাসমূহ পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সমমনা আট দলের অন্যান্য দলও নিজ নিজ অবস্থান বিশ্লেষণ করে যৌথ প্রতিক্রিয়া জানাবে।

গোলাম পরওয়ার বলেন,

“সব দলের মতামত একত্র করে আমরা আগামী দিনগুলোতে বিস্তারিত প্রতিক্রিয়া জানাব।”

জনপ্রিয় সংবাদ

বিজয়ী হলে জাতীয় সরকার করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

একই দিনে নির্বাচন ও গণভোটে জনগণের অভিপ্রায় উপেক্ষিত — জামায়াত সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার

আপডেট সময় ০৭:৩৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণায় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্তে জনগণের অভিপ্রায় উপেক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন,

“আমরা বারবার অনুরোধ করেছি, যেন গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে না হয়। যুক্তিও দিয়েছি। কিন্তু প্রধান উপদেষ্টা আমাদের সেই আহ্বান উপেক্ষা করেছেন।”

তিনি বলেন, জাতীয় নির্বাচনে প্রায়ই কিছু কেন্দ্রে সমস্যা দেখা দেয় বা ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।

“যদি কোনো কেন্দ্রে প্রতীকের ভোট বন্ধ হয়, সেক্ষেত্রে গণভোটের ভোট কীভাবে সম্পন্ন হবে — এ প্রশ্নের উত্তর এখনো মেলেনি,” তিনি যোগ করেন।

জামায়াত নেতা আরও বলেন, এই সিদ্ধান্তে সাড়ে ১২ কোটি ভোটার উদ্বিগ্ন ও বিভ্রান্ত হতে পারেন। তিনি উল্লেখ করেন, আট দলীয় জোট আগে থেকেই প্রস্তাব দিয়েছিল যাতে জাতীয় নির্বাচনের আগে গণভোট সম্পন্ন করা হয়, কিন্তু প্রধান উপদেষ্টার ঘোষণায় সেই সংকটের সমাধান দেখা যায়নি।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর দলটির নির্বাহী পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার ঘোষণাসমূহ পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সমমনা আট দলের অন্যান্য দলও নিজ নিজ অবস্থান বিশ্লেষণ করে যৌথ প্রতিক্রিয়া জানাবে।

গোলাম পরওয়ার বলেন,

“সব দলের মতামত একত্র করে আমরা আগামী দিনগুলোতে বিস্তারিত প্রতিক্রিয়া জানাব।”