আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
ঢাকা-১৮ আসনটি বাংলাদেশ জাতীয় সংসদের ১৯১তম আসন, যা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা (বৃহত্তর উত্তরার ৬টি থানা) নিয়ে গঠিত।
এ আসনে এখন পর্যন্ত বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন।
এনসিপি সূত্র জানায়, নাসীরুদ্দীন পাটওয়ারী স্থানীয় উন্নয়ন, শিক্ষা ও নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছেন।

























