রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিবির অতিরিক্ত সদস্যরা মাঠে কাজ করছেন।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার বক্তব্য অনুযায়ী, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটির কার্যক্রম স্থগিত থাকায় তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। তাছাড়া, নির্বাচন কমিশন ইতোমধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা থেকেও আওয়ামী লীগকে বাদ দিয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।


























