ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরের শ্রীপুরে ৮ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্যের বিএনপিতে যোগদান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:২০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে বিএনপির প্রতি সমর্থন জানিয়ে ৮ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শ্রীপুর পৌরসভার কেওয়াচালা গ্রামের গারোপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. বাচ্চু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন ও কল্যাণে বরাবরই কাজ করেছেন। তিনি অভিযোগ করেন, বিগত সরকার দলীয় বিবেচনায় সরকারি জমিতে ঘর নির্মাণ করলেও প্রকৃত খেটে খাওয়া মানুষ এবং কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ঘর নির্মাণ করেনি। বরং অনেকক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীকে সরকারি জমি থেকে উচ্ছেদ করা হয়েছে।

অনুষ্ঠানে হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, নেতা আবুল হোসেন প্রধানসহ ট্রাইবাল নেতৃবৃন্দ সাগর সাংমা, সুব্রত সাংমা, নির্মল চন্দ্র বর্মন, রুসনি সাংমা, অজিত চন্দ্র বর্মন, বিনয় চন্দ্র বর্মন, সবুজ কান্ত বর্মন ও মানিক সাংমা বক্তব্য রাখেন।

নবাগতদের যোগদানকে বিএনপি স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ সমর্থন বৃদ্ধি হিসেবে দেখছে।

জনপ্রিয় সংবাদ

বিজয়ী হলে জাতীয় সরকার করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

গাজীপুরের শ্রীপুরে ৮ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্যের বিএনপিতে যোগদান

আপডেট সময় ০৭:২০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

গাজীপুরের শ্রীপুরে বিএনপির প্রতি সমর্থন জানিয়ে ৮ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শ্রীপুর পৌরসভার কেওয়াচালা গ্রামের গারোপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. বাচ্চু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন ও কল্যাণে বরাবরই কাজ করেছেন। তিনি অভিযোগ করেন, বিগত সরকার দলীয় বিবেচনায় সরকারি জমিতে ঘর নির্মাণ করলেও প্রকৃত খেটে খাওয়া মানুষ এবং কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ঘর নির্মাণ করেনি। বরং অনেকক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীকে সরকারি জমি থেকে উচ্ছেদ করা হয়েছে।

অনুষ্ঠানে হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, নেতা আবুল হোসেন প্রধানসহ ট্রাইবাল নেতৃবৃন্দ সাগর সাংমা, সুব্রত সাংমা, নির্মল চন্দ্র বর্মন, রুসনি সাংমা, অজিত চন্দ্র বর্মন, বিনয় চন্দ্র বর্মন, সবুজ কান্ত বর্মন ও মানিক সাংমা বক্তব্য রাখেন।

নবাগতদের যোগদানকে বিএনপি স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ সমর্থন বৃদ্ধি হিসেবে দেখছে।