ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল জামায়াতে ইসলামি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৪৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামি। দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর নিরপেক্ষ নেই এবং নির্বাচনকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনতেই কাজ করছে।

শুক্রবার দুপুরে রাজধানীর মগবাজারে সমমনা আট দলের যৌথ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব অভিযোগ করেন।

ডা. তাহের দাবি করেন, সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তার অভিযোগ, প্রধান উপদেষ্টা বিএনপির চাওয়াকে অগ্রাধিকার দিয়েছেন। জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে করা যায় না উল্লেখ করে তিনি আলাদাভাবে গণভোটের তারিখ ঘোষণা করার দাবি জানান।

জুলাই সনদের বাস্তবায়ন বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ওই সনদে থাকা বাধ্যবাধকতাগুলো ভাষণে যথেষ্ট গুরুত্ব পায়নি। তিনি আরও জানান, আগামী রবিবার সমমনা আট দলের বৈঠকে পাঁচ দফা দাবিকে সামনে রেখে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

জামায়াতের দাবি ও সমালোচনার পর, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিজয়ী হলে জাতীয় সরকার করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল জামায়াতে ইসলামি

আপডেট সময় ০৭:৪৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামি। দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর নিরপেক্ষ নেই এবং নির্বাচনকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনতেই কাজ করছে।

শুক্রবার দুপুরে রাজধানীর মগবাজারে সমমনা আট দলের যৌথ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব অভিযোগ করেন।

ডা. তাহের দাবি করেন, সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তার অভিযোগ, প্রধান উপদেষ্টা বিএনপির চাওয়াকে অগ্রাধিকার দিয়েছেন। জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে করা যায় না উল্লেখ করে তিনি আলাদাভাবে গণভোটের তারিখ ঘোষণা করার দাবি জানান।

জুলাই সনদের বাস্তবায়ন বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ওই সনদে থাকা বাধ্যবাধকতাগুলো ভাষণে যথেষ্ট গুরুত্ব পায়নি। তিনি আরও জানান, আগামী রবিবার সমমনা আট দলের বৈঠকে পাঁচ দফা দাবিকে সামনে রেখে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

জামায়াতের দাবি ও সমালোচনার পর, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।