বিএনপি তিন উপদেষ্টার অপসারণ চেয়ে লিখিতভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। শনিবার (২৪ মে) রাত ৯টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা আগেও বলেছি—নিরাপত্তা উপদেষ্টা ও দুই ছাত্র উপদেষ্টার কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আজকের বৈঠকে এ বিষয়টি লিখিতভাবে উপস্থাপন করেছি।”
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো নির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে বিএনপি নেতারা জানান, “তিনি কোনো স্পেসিফিক বা সময়সূচিভিত্তিক রোডম্যাপ দেননি। তবে আমরা আমাদের অবস্থান ও দাবিগুলো তুলে ধরেছি।”
বৈঠকে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে—সংস্কার, বিচার প্রক্রিয়া এবং একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন। নেতারা বলেন, এই তিনটি ক্ষেত্রেই জনগণের আস্থা ফিরিয়ে আনার মতো বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানানো হয়েছে।
বিএনপির মতে, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারের উপদেষ্টা পরিষদে থাকা পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের অব্যাহতি দেওয়া এখন সময়ের দাবি।