‘ধ্বংস নয়, রোবটিক্স হোক সেবার হাতিয়ার’—এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি শাখা পশ্চিমের উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘ইসমাইল আল-জাজারি রোবটিকস ফেস্ট–২০২৫’। বৃহস্পতিবার মিরপুর-১-এর ৮ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে শহিদ শাকিল পারভেজের পিতা আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।
শাখা সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, ছাত্রশিবির শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানে অগ্রগতির জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সংগঠনটি শিক্ষার্থীদের সমন্বিত কর্মপরিকল্পনার মাধ্যমে গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষা, শৃঙ্খলা, সহযোগিতা এবং সঠিক রুটিনের পাশাপাশি সততা ও দেশপ্রেমকে গুরুত্ব দেওয়া হয়।
তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই রয়েছে অপার সম্ভাবনা। সততা, নৈতিকতা, শৃঙ্খলা ও সৃজনশীলতা চর্চা করলে একজন শিক্ষার্থী নিজের পাশাপাশি দেশের ভবিষ্যতও আলোকিত করতে পারে। রোবটিক্স ফেস্টের মতো আয়োজন তরুণদের বাস্তব জীবনের সমস্যা সমাধান, প্রযুক্তি উদ্ভাবন ও দলগত দক্ষতা শেখায় সহায়তা করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সাবেক সভাপতি ও পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, কৃষিবিদ গ্রুপের প্রতিষ্ঠাতা ড. মো. আলী আফজাল, এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইএসটি স্কুলের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন গুম থেকে ফিরে আসা ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান।
উৎসবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, বিজ্ঞান সম্পাদক ডা. রিফাত আব্দুল্লাহ, ডাকসু জিএস ও ঢাবি ছাত্রশিবির সভাপতি এসএম ফরহাদ প্রমুখ।
রাজধানীর ৪০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১০০টি দলের পাঁচ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে এই রোবটিক্স উৎসবে।

























