ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে সমাবেশে জামায়াতকে ‘ভালো হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৬৫০ বার পড়া হয়েছে

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ষড়যন্ত্রের পথ পরিহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এখন ‘ভালো হওয়ার’ সময় এসেছে। শনিবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির সমাবেশে তিনি এ আহ্বান জানান।

সমাবেশে তিনি বলেন, বাংলাদেশের মানুষ জামায়াতকে বিশ্বাস করে না, তাই তাদের ভোট দেবে না। নির্বাচন না হলে দলটির অস্তিত্বও টিকিয়ে রাখা কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি। ফখরুল আরও বলেন, নির্বাচন ছাড়া দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে এবং নির্বাচন যত বিলম্বিত হবে, দেশ তত দুর্বল হবে।

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল দেশের সংকটকে আরও গভীর করছে। এক বছর ধরে ঐকমত্য কমিশনের আলোচনার পরও সেই দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছে—যা জনগণের বোঝার বাইরে। “কার নির্দেশে এসব চাপানো হচ্ছে?”—এমন প্রশ্নও তোলেন তিনি।

পানির ন্যায্য হিস্যা নিয়ে আন্দোলনের প্রসঙ্গে ফখরুল বলেন, মওলানা ভাসানী ও খালেদা জিয়ার পথ অনুসরণ করে পানির অধিকারের দাবি আরও জোরদার করতে হবে। আন্তর্জাতিক মহলকে বুঝাতে হবে যে পানির হিস্যা বাংলাদেশের ন্যায্য অধিকার, কারও অনুগ্রহ নয়।

ভারত–বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মানুষ ভারতের ‘দাদাগিরি’ আর দেখতে চায় না। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি যেন আর মাথা তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে। তিনি আরও দাবি করেন, “শেখ হাসিনাকে দেশে ফেরত আসতে দেবে না দেশের মানুষ।”

জনপ্রিয় সংবাদ

গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর

চাঁপাইনবাবগঞ্জে সমাবেশে জামায়াতকে ‘ভালো হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

আপডেট সময় ০৬:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ষড়যন্ত্রের পথ পরিহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এখন ‘ভালো হওয়ার’ সময় এসেছে। শনিবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির সমাবেশে তিনি এ আহ্বান জানান।

সমাবেশে তিনি বলেন, বাংলাদেশের মানুষ জামায়াতকে বিশ্বাস করে না, তাই তাদের ভোট দেবে না। নির্বাচন না হলে দলটির অস্তিত্বও টিকিয়ে রাখা কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি। ফখরুল আরও বলেন, নির্বাচন ছাড়া দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে এবং নির্বাচন যত বিলম্বিত হবে, দেশ তত দুর্বল হবে।

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল দেশের সংকটকে আরও গভীর করছে। এক বছর ধরে ঐকমত্য কমিশনের আলোচনার পরও সেই দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছে—যা জনগণের বোঝার বাইরে। “কার নির্দেশে এসব চাপানো হচ্ছে?”—এমন প্রশ্নও তোলেন তিনি।

পানির ন্যায্য হিস্যা নিয়ে আন্দোলনের প্রসঙ্গে ফখরুল বলেন, মওলানা ভাসানী ও খালেদা জিয়ার পথ অনুসরণ করে পানির অধিকারের দাবি আরও জোরদার করতে হবে। আন্তর্জাতিক মহলকে বুঝাতে হবে যে পানির হিস্যা বাংলাদেশের ন্যায্য অধিকার, কারও অনুগ্রহ নয়।

ভারত–বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মানুষ ভারতের ‘দাদাগিরি’ আর দেখতে চায় না। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি যেন আর মাথা তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে। তিনি আরও দাবি করেন, “শেখ হাসিনাকে দেশে ফেরত আসতে দেবে না দেশের মানুষ।”