ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়েই জারি করার আহ্বান এনসিপির, প্রধান উপদেষ্টার আশ্বাস”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্র যেন নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশ করা হয়, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানানো হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন যে, ঘোষণাপত্র সময়মতোই প্রকাশিত হবে।

শনিবার (২৪ মে) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’-তে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নাহিদ ইসলাম।

তিনি আরও বলেন, “দ্রুত সময়ের মধ্যে জুলাই শহীদ ও আহতদের উপযুক্ত সহায়তা নিশ্চিত করার দাবিও আমরা জানিয়েছি।”

বৈঠকে এনসিপি আরও দাবি জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত সকল নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে আইনগতভাবে অবৈধ ঘোষণা করতে হবে। একইসঙ্গে, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি তোলাও হয়।

ছাত্র উপদেষ্টাদের প্রসঙ্গে নাহিদ বলেন, “তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। তারা সরকারে থেকেও গণঅভ্যুত্থানকে প্রতিনিধিত্ব করেছে। তাদের পদত্যাগ করতে বলা ছাত্র সমাজকে অবজ্ঞা করার শামিল, যার আমরা তীব্র নিন্দা জানিয়েছি।”

এ সময় তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস নিজেই হতাশা প্রকাশ করেছেন। কারণ, জুলাই আন্দোলনের প্রতিশ্রুতি থেকে অনেক পক্ষ সরে এসেছে এবং নানা রকম চাপ প্রয়োগ করে দাবি আদায় করার চেষ্টা করছে। এতে তিনি অস্বস্তিতে আছেন এবং স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

জনপ্রিয় সংবাদ

দেশকে কোনভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না”—ড. শফিকুল ইসলাম মাসুদ

জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়েই জারি করার আহ্বান এনসিপির, প্রধান উপদেষ্টার আশ্বাস”

আপডেট সময় ১১:৩৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্র যেন নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশ করা হয়, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানানো হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন যে, ঘোষণাপত্র সময়মতোই প্রকাশিত হবে।

শনিবার (২৪ মে) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’-তে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নাহিদ ইসলাম।

তিনি আরও বলেন, “দ্রুত সময়ের মধ্যে জুলাই শহীদ ও আহতদের উপযুক্ত সহায়তা নিশ্চিত করার দাবিও আমরা জানিয়েছি।”

বৈঠকে এনসিপি আরও দাবি জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত সকল নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে আইনগতভাবে অবৈধ ঘোষণা করতে হবে। একইসঙ্গে, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি তোলাও হয়।

ছাত্র উপদেষ্টাদের প্রসঙ্গে নাহিদ বলেন, “তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। তারা সরকারে থেকেও গণঅভ্যুত্থানকে প্রতিনিধিত্ব করেছে। তাদের পদত্যাগ করতে বলা ছাত্র সমাজকে অবজ্ঞা করার শামিল, যার আমরা তীব্র নিন্দা জানিয়েছি।”

এ সময় তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস নিজেই হতাশা প্রকাশ করেছেন। কারণ, জুলাই আন্দোলনের প্রতিশ্রুতি থেকে অনেক পক্ষ সরে এসেছে এবং নানা রকম চাপ প্রয়োগ করে দাবি আদায় করার চেষ্টা করছে। এতে তিনি অস্বস্তিতে আছেন এবং স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।