বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের পরিশেষ গ্রামে অনুষ্ঠিত হলো ‘আল্লাহর পথে ৫০ দিন’ বিশেষ কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-০৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামী–মনােনীত এমপি প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
শিক্ষা, নৈতিকতা ও চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। শিক্ষা, শিষ্টাচার, নৈতিকতা ও আল্লাহর পথে চলার মানসিকতা থাকলে তোমরা একদিন পরিবার, সমাজ এবং দেশকে বদলে দিতে পারবে। চরিত্রবান মানুষই পারে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে।” শুধু শিশুদের নয়, অভিভাবকদের প্রতিও পরামর্শ রেখে তিনি বলেন, “সন্তানকে শুধু বইয়ের জ্ঞান দিলে হবে না, তাকে জীবনবোধ শেখাতে হবে।
ধর্মীয় ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হলে ভবিষ্যৎ প্রজন্ম হবে সৎ, দায়িত্বশীল ও নীতিবোধসম্পন্ন নাগরিক। এ ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিবারের।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিবির সেক্রেটারি সাদ্দাম হোসেন সাব্বির। এসময় উপস্থিত ছিলেনজেলা শিবির সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, জেলা শিবিরের সাবেক সভাপতি এনামুল হক রানা, আজিজুল হক কলেজ শিবিরের সাবেক সভাপতি হানজালা, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি পলাশ, এনামুল হক মনি, আব্দুল বারি, সাইফ হাসান মানিক, আব্দুল্লাহ, রাশেদুল, মনিরুল, বুলবুল, শাহবাজ প্রমুখ।
অনুষ্ঠানের শেষে ‘আল্লাহর পথে ৫০ দিন’ প্রোগ্রামে অংশগ্রহণকারী ও বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
শিশু, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত, উৎসবমুখর পরিবেশে।


























