বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী জেলা ফোরামের সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “আমরা কোনভাবেই দেশকে ব্যর্থ হতে দিতে পারি না।”
গতকাল (২৩ মে) শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকাস্থ পটুয়াখালী ফোরামের আয়োজিত প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ করতে চাওয়ার বিষয়টি উদ্বেগজনক। এ অবস্থার জন্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও দায় নিতে হবে।
ড. মাসুদ আরো বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থেকেই বর্তমান সরকারের কেউ কেউ পদত্যাগের চিন্তা করছেন। নির্বাচন কমিশন যদি ব্যর্থ হয়, তাহলে শুধু তাদের নয়—এ দায় রাজনৈতিক দলগুলোরও। কারণ একটি ব্যর্থ নির্বাচন মানে শুধু রাজনৈতিক ব্যর্থতা নয়, রাষ্ট্রীয় ব্যর্থতাও।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল
- পটুয়াখালী জেলা জামায়াতের আমীর এডভোকেট নাজমুল আহসান
- সাবেক আমীর অধ্যাপক শাহ আলম
- পটুয়াখালী-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল কাইউম
অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—
- পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি মু. রাকিবুল ইসলাম
- বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক মু. আব্দুল হক
- ডা. সুলতান আহমদ
- শহিদুল ইসলাম কায়সারী
- ঢাকা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক
অনুষ্ঠানে নেতারা জাতীয় সংকট ও আগামী নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।