ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘চোখের সামনে বিচার—এটাই বড় স্বস্তি’, ফেসবুকে লিখলেন ড. মির্জা গালিব

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৪৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৫৮৯ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিনে স্বস্তি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। সোমবার (১৭ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, “খুনি ফ্যাসিস্ট হাসিনার বিচার সত্যি সত্যি আমাদের চোখের সামনে হচ্ছে। এইটুকুই অনেক বড় শান্তি। আর কেউ যেন কখনো এই দেশে হাসিনা হয়ে ওঠার সাহস না পায়।”—এভাবেই তিনি তার মতামত প্রকাশ করেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র–জনতার অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানি এবং প্রায় ২৫ হাজার মানুষ আহত হওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে। রায়কে কেন্দ্র করে আজ রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

‘চোখের সামনে বিচার—এটাই বড় স্বস্তি’, ফেসবুকে লিখলেন ড. মির্জা গালিব

আপডেট সময় ১২:৪৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিনে স্বস্তি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। সোমবার (১৭ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, “খুনি ফ্যাসিস্ট হাসিনার বিচার সত্যি সত্যি আমাদের চোখের সামনে হচ্ছে। এইটুকুই অনেক বড় শান্তি। আর কেউ যেন কখনো এই দেশে হাসিনা হয়ে ওঠার সাহস না পায়।”—এভাবেই তিনি তার মতামত প্রকাশ করেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র–জনতার অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানি এবং প্রায় ২৫ হাজার মানুষ আহত হওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে। রায়কে কেন্দ্র করে আজ রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।