ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির রিজভী অভিযোগ: লুট হওয়া অর্থ ব্যবহার করে আওয়ামী লীগ নাশকতা চালাচ্ছে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে, বিভিন্ন ব্যাংক থেকে লুট হওয়া অর্থ ব্যবহার করে আওয়ামী লীগ নাশকতার উদ্দেশ্যে ককটেল সংগ্রহ করছে।

রিজভী বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে যারা বিভিন্ন অপরাধে জড়িত ছিল—তারা এখন লজ্জাহীনভাবে বাসে অগ্নিসংযোগ করছে। পদ্মা সেতু ও মেট্রোরেলের প্রকল্প থেকে আত্মসাৎ করা অর্থসহ বিভিন্ন ব্যাংক লুটের টাকা নাশকতার কাজে ব্যয় হচ্ছে।”

তিনি আরও বলেন, আগুন সন্ত্রাসের সঙ্গে বিএনপি বা গণতন্ত্রকামী মানুষের কোনো সম্পর্ক নেই এবং কারা এসব করছে তা এখন স্পষ্ট। শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চায় বিএনপি, যেখানে সব রাজনৈতিক দল স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারবে এবং ভোট হবে অবাধ, সুষ্ঠু ও সর্বজনীন।

শেখ হাসিনার ‘অপরাধের’ যথাযথ বিচার হলে তা দৃষ্টান্ত হবে বলে মন্তব্য করেন রিজভী। তিনি ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন, বলেন, “ভারতে অবস্থান করে শেখ হাসিনার নির্দেশনা দেওয়া আইনসংগত নয়। একজন ‘অপরাধীকে আশ্রয়’ দেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের বিরুদ্ধে নাশকতার পথ তৈরি করছে।”

সংবাদ সম্মেলনে রিজভী আরও জানান, আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো কেক কাটা বা অনুষ্ঠান না করার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অনুষ্ঠান করলে তার ব্যয় চাঁদা হিসেবে দিতে হবে।


 

জনপ্রিয় সংবাদ

বিএনপির রিজভী অভিযোগ: লুট হওয়া অর্থ ব্যবহার করে আওয়ামী লীগ নাশকতা চালাচ্ছে

আপডেট সময় ০১:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে, বিভিন্ন ব্যাংক থেকে লুট হওয়া অর্থ ব্যবহার করে আওয়ামী লীগ নাশকতার উদ্দেশ্যে ককটেল সংগ্রহ করছে।

রিজভী বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে যারা বিভিন্ন অপরাধে জড়িত ছিল—তারা এখন লজ্জাহীনভাবে বাসে অগ্নিসংযোগ করছে। পদ্মা সেতু ও মেট্রোরেলের প্রকল্প থেকে আত্মসাৎ করা অর্থসহ বিভিন্ন ব্যাংক লুটের টাকা নাশকতার কাজে ব্যয় হচ্ছে।”

তিনি আরও বলেন, আগুন সন্ত্রাসের সঙ্গে বিএনপি বা গণতন্ত্রকামী মানুষের কোনো সম্পর্ক নেই এবং কারা এসব করছে তা এখন স্পষ্ট। শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চায় বিএনপি, যেখানে সব রাজনৈতিক দল স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারবে এবং ভোট হবে অবাধ, সুষ্ঠু ও সর্বজনীন।

শেখ হাসিনার ‘অপরাধের’ যথাযথ বিচার হলে তা দৃষ্টান্ত হবে বলে মন্তব্য করেন রিজভী। তিনি ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন, বলেন, “ভারতে অবস্থান করে শেখ হাসিনার নির্দেশনা দেওয়া আইনসংগত নয়। একজন ‘অপরাধীকে আশ্রয়’ দেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের বিরুদ্ধে নাশকতার পথ তৈরি করছে।”

সংবাদ সম্মেলনে রিজভী আরও জানান, আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো কেক কাটা বা অনুষ্ঠান না করার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অনুষ্ঠান করলে তার ব্যয় চাঁদা হিসেবে দিতে হবে।