বাংলাদেশে গত বছরের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার এই ঐতিহাসিক মুহূর্ত ঘিরে ঢাকার শাহবাগ-TSC এলাকা পরিণত হয় উল্লাসের কেন্দ্রস্থলে। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয় ঢাবি শিক্ষার্থীদের স্লোগান, করতালি ও মিষ্টি বিতরণের উৎসব।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে বড় পর্দায় রায় সম্প্রচারের ব্যবস্থা করে ডাকসু। টিএসসিতে শিক্ষার্থীদের ঢল নামলে পুরো এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম তাঁর ফেসবুক পোস্টে জানান, টিএসসিতে শিক্ষার্থীদের জন্য সরাসরি রায় দেখার বিশেষ আয়োজন করা হয়েছে।
দুপুরে ট্রাইব্যুনাল যখন শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করে, তখন সেখানে উপস্থিত হাজারো শিক্ষার্থী হাততালি আর উল্লাসে ফেটে পড়ে। একই রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড।
রায় ঘোষণার পর টিএসসির বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা একে অন্যকে মিষ্টি খাইয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। কেউ কেউ বলেন, “যে গণঅভ্যুত্থানের জন্য আমরা রাস্তায় নেমেছিলাম, আজ তার বিচার পূর্ণতা পেল।”
ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের এই উদযাপন চলতে থাকে বিকেল পর্যন্ত।


























