ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মাদক বিতর্কের পর পুনরায় দলে ফিরলেন ছাত্রনেত্রী ফাতেমা খানম লিজা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৫২৮ বার পড়া হয়েছে

মাদক সেবনের অভিযোগে সংগঠন থেকে অব্যাহতি পাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা আবারও দলে ফিরেছেন। সাংগঠনিক বিবেচনায় তাকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাকে সংগঠনের কার্যক্রম পরিচালনার অনুমতিও দেওয়া হয়েছে।

শনিবার (২৪ মে) রাতে মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে গত ১৭ মে প্রকাশিত এক আদেশে, লিজার বিরুদ্ধে মাদক গ্রহণঅনিয়ন্ত্রিত জীবনযাপন–সংক্রান্ত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। তখন বলা হয়, “জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্ত ও ত্যাগের ভিত্তিতে গঠিত সংগঠনের একজন প্রতিনিধির এমন আচরণ জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।” ফলে সংগঠনের ভাবমূর্তি রক্ষায় তাকে মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

মাদক বিতর্কের পর পুনরায় দলে ফিরলেন ছাত্রনেত্রী ফাতেমা খানম লিজা

আপডেট সময় ০৯:৫১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

মাদক সেবনের অভিযোগে সংগঠন থেকে অব্যাহতি পাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা আবারও দলে ফিরেছেন। সাংগঠনিক বিবেচনায় তাকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাকে সংগঠনের কার্যক্রম পরিচালনার অনুমতিও দেওয়া হয়েছে।

শনিবার (২৪ মে) রাতে মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে গত ১৭ মে প্রকাশিত এক আদেশে, লিজার বিরুদ্ধে মাদক গ্রহণঅনিয়ন্ত্রিত জীবনযাপন–সংক্রান্ত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। তখন বলা হয়, “জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্ত ও ত্যাগের ভিত্তিতে গঠিত সংগঠনের একজন প্রতিনিধির এমন আচরণ জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।” ফলে সংগঠনের ভাবমূর্তি রক্ষায় তাকে মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।