আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় বিশ্বের জন্যও একটি নজির স্থাপিত হয়েছে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।
সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাদি বলেন,
“পৃথিবীর কোন ক্ষমতা চিরস্থায়ী নয়। কোনো স্বৈরাচারী সারা জীবন মানুষকে দমন করে বেঁচে থাকতে পারবে না। এই রায় শুধু বাংলাদেশের জন্য নয়, এটি পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে।”
ঢাকা-৮ আসনের প্রার্থীতার ঘোষণা দেওয়া এই ছাত্রনেতা বলেন, ফাঁসির রায় ঘোষণার পাশাপাশি রাজস্বাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। হাদি উল্লেখ করেন, যদিও মামুন আদালতকে সহায়তা করেছেন, তবে তার অপরাধের মাত্রা অনুযায়ী মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। শহীদ পরিবারের প্রতিনিধিরাও দাবী করেছেন, মামুনকে অন্তত যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত ছিল।
রায়ের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হয়েছে এবং দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচারের জন্য এটি এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে।


























