ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

“এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে রায় কার্যকর করুন: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম”

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৫৬৮ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর, আগামী এক মাসের মধ্যে তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি রায়কে স্বাগত জানিয়ে বলেন, দেশের বিচারিক ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি জানান, মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ইতিহাসে স্থায়ী হয়ে থাকবে, তবে তা কার্যকর না হলে জনগণ সন্তুষ্ট হবে না।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের শান্তির জন্য রায় দ্রুত বাস্তবায়ন জরুরি। আমরা রায়কে অভিনন্দন জানাই, তবে অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। নিরাপত্তা উপদেষ্টা ভারত সফরে আছেন—আশা করি তিনি শেখ হাসিনাকে সঙ্গে নিয়েই দেশে ফিরবেন।”

তিনি আরও জানান, আগামী এক মাসের মধ্যে রায় কার্যকর হলে এটি বিশ্বব্যাপী একটি অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, এই ঐতিহাসিক রায়ের পেছনে জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবারসহ সব রাজনৈতিক শক্তির অবদান রয়েছে।

আওয়ামী লীগের দলগত বিচারও নিশ্চিত করার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “মানবতাবিরোধী অপরাধে জড়িত দলের বিচার দেশের মাটিতেই বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।” ভবিষ্যতে বিচার প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি না হওয়ায় তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

বিজয়ী হলে জাতীয় সরকার করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

“এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে রায় কার্যকর করুন: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম”

আপডেট সময় ০৬:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর, আগামী এক মাসের মধ্যে তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি রায়কে স্বাগত জানিয়ে বলেন, দেশের বিচারিক ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি জানান, মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ইতিহাসে স্থায়ী হয়ে থাকবে, তবে তা কার্যকর না হলে জনগণ সন্তুষ্ট হবে না।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের শান্তির জন্য রায় দ্রুত বাস্তবায়ন জরুরি। আমরা রায়কে অভিনন্দন জানাই, তবে অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। নিরাপত্তা উপদেষ্টা ভারত সফরে আছেন—আশা করি তিনি শেখ হাসিনাকে সঙ্গে নিয়েই দেশে ফিরবেন।”

তিনি আরও জানান, আগামী এক মাসের মধ্যে রায় কার্যকর হলে এটি বিশ্বব্যাপী একটি অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, এই ঐতিহাসিক রায়ের পেছনে জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবারসহ সব রাজনৈতিক শক্তির অবদান রয়েছে।

আওয়ামী লীগের দলগত বিচারও নিশ্চিত করার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “মানবতাবিরোধী অপরাধে জড়িত দলের বিচার দেশের মাটিতেই বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।” ভবিষ্যতে বিচার প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি না হওয়ায় তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।