ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বহিষ্কৃত ২৮ নেতা আবার বিএনপিতে ফিরলেন: স্থগিতাদেশ প্রত্যাহার করে আগের পদেও বহাল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৪৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৫৬৭ বার পড়া হয়েছে

 

গেল বছরের ৫ আগস্ট সরকার পতনের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে বহিষ্কৃত বিএনপির বিভিন্ন পর্যায়ের মোট ২৬ জন নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। পাশাপাশি আরও দু’জনের স্থগিতাদেশ ও পদত্যাগপত্র প্রত্যাহার করে তাদের আগের পদেও বহাল করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—গাজীপুর মহানগর, বরিশাল, দিনাজপুর, কুমিল্লা, সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ ও ছাতকসহ বিভিন্ন জেলা ও মহানগরের মোট ২৬ জন নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইতোপূর্বে বহিষ্কার করা হয়েছিল। আবেদন ও বিবেচনার প্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আবার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া গাজীপুর মহানগরের সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সুলতান উদ্দিন আহম্মেদ ও পুবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকিকেও পুনর্বহাল করা হয়েছে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসানের স্বেচ্ছায় দেওয়া পদত্যাগপত্রও প্রত্যাহার করা হয়েছে।

এদিকে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. খুরশিদ আলম (মতি)-এর স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে আগের পদে বহাল করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হাদিকে গুলি করে হত্যা: ৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার

বহিষ্কৃত ২৮ নেতা আবার বিএনপিতে ফিরলেন: স্থগিতাদেশ প্রত্যাহার করে আগের পদেও বহাল

আপডেট সময় ০৭:৪৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

 

গেল বছরের ৫ আগস্ট সরকার পতনের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে বহিষ্কৃত বিএনপির বিভিন্ন পর্যায়ের মোট ২৬ জন নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। পাশাপাশি আরও দু’জনের স্থগিতাদেশ ও পদত্যাগপত্র প্রত্যাহার করে তাদের আগের পদেও বহাল করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—গাজীপুর মহানগর, বরিশাল, দিনাজপুর, কুমিল্লা, সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ ও ছাতকসহ বিভিন্ন জেলা ও মহানগরের মোট ২৬ জন নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইতোপূর্বে বহিষ্কার করা হয়েছিল। আবেদন ও বিবেচনার প্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আবার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া গাজীপুর মহানগরের সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সুলতান উদ্দিন আহম্মেদ ও পুবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকিকেও পুনর্বহাল করা হয়েছে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসানের স্বেচ্ছায় দেওয়া পদত্যাগপত্রও প্রত্যাহার করা হয়েছে।

এদিকে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. খুরশিদ আলম (মতি)-এর স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে আগের পদে বহাল করা হয়েছে।